ভারতে প্রথমবার সবচেয়ে সস্তায় Apple Watch Series 11, সীমিত সময়ের অফার

অ্যাপল প্রোডাক্ট প্রেমীদের জন্য ভালো খবর। যারা এতদিন Apple Watch Series 11 কেনার কথা ভাবছিলেন, কিন্তু দামের কারণে পিছিয়ে আসছিলেন তাদের এবার অপেক্ষা শেষ। ভারতে প্রথমবার Apple Watch Series 11 বড়সড় ছাড়ে বিক্রি হচ্ছে। Flipkart-এ এই প্রিমিয়াম স্মার্টওয়াচের দাম ৪৬,৯৯০ টাকা থেকে নেমে এসেছে মাত্র ৩৭,৯৯৯ টাকায়। অর্থাৎ প্রায় ৯,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।
সীমিত সময়ের অফার
তবে ফ্লিপকার্টের এই অফারটি কেবল ১২ জানুয়ারির জন্য বৈধ। অন্য কোনো প্ল্যাটফর্মেও এই দামে ওয়াচটি তালিকাভুক্ত নেই। তাই যারা ভাবছেন “আর একটু দেখি”, তাদের জন্য এবার সিধান্ত পৌঁছানোর পালা। ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেলের আগে এটিকে এই মুহূর্তের সবচেয়ে আকর্ষণীয় ডিলগুলোর একটি বলা যায়। আপনি চাইলে নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে অতিরিক্ত ছাড় পেতে পারেন।
Apple Watch Series 11 এর ফিচার ও স্পেসিফিকেশন
Apple Watch Series 11 ক্লিন ডিজাইন, স্লিম প্রোফাইল আর প্রিমিয়াম ফিনিশ সহ এসেছে। এর ডিসপ্লে আগের মডেলগুলির তুলনায় আরও উজ্জ্বল। এর অলওয়েজ-অন রেটিনা ডিসপ্লে রোদেও পরিষ্কার দেখা যায়।
নতুন চিপসেটের কারণে সিরিজ ১১ আগের চেয়ে আরও ফাস্ট। অ্যাপ খুলতে দেরি করে না, নেভিগেশন স্মুথ। মেসেজের রিপ্লাই, ফিটনেস মোড বদলানো বা মিউজিক কন্ট্রোল সবকিছুই ভালোভাবে হয়।
এই ঘড়ির সবচেয়ে বড় শক্তি এর হেলথ ট্র্যাকিং। এতে আছে হার্ট রেট মনিটরিং, স্লিপ ট্র্যাকিং, SpO₂ রিডিং, এমনকি ECG। আবার এতে জিম, যোগা, রানিং বা সাইক্লিং সব ধরনের ওয়ার্কআউট সাপোর্ট করবে। এর অটো ওয়ার্কআউট ডিটেকশন বেশ কাজে আসে। ফিটনেসের বাইরে ফল ডিটেকশন ও ইমার্জেন্সি SOS-এর মতো সেফটি ফিচার বাড়তি ভরসা দেয়।

