১৫ মিনিটের চার্জে চলবে ১৫ ঘন্টা, গেমারদের জন্য বাজারে এল Asus ROG Delta 2 হেডসেট

Asua সম্প্রতি ROG Delta 2 প্রিমিয়াম গেমিং হেডসেট লঞ্চ করেছে। আধুনিক প্রযুক্তি ও স্টাইলিশ ডিজাইনের এই হেডসেটটি আপাতত চীনে লঞ্চ হয়েছে এবং এর দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৫০০ টাকা। এই হেডসেটের অন্যতম আকর্ষণীয় দিক হল এর ট্রাই-মোড কানেক্টিভিটি। ব্যবহারকারীরা ইচ্ছেমতো ২.৪ গিগাহার্টজ ওয়্যারলেস, ব্লুটুথ কিংবা ৩.৫ এমএম অডিও জ্যাক ব্যবহার করে একে পিসি, প্লেস্টেশন, এক্সবক্স (ওয়্যারড মোডে) এবং মোবাইল ডিভাইসে কানেক্ট করতে পারবেন।

এদিকে সাউন্ডের জন্য এতে ৫০ এমএম টাইটানিয়াম-প্লেটেড ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এতে ভার্চুয়াল ৭.১ সারাউন্ড সাউন্ড সাপোর্ট করবে, ফলে গেম খেলার সময় অন্যদিকে মন যাবে না। আব Asus ROG Delta 2 হেডসেটটির ডিট্যাচেবল ১০ এমএম সুপার-ওয়াইডব্যান্ড বুম মাইক্রোফোন উচ্চ মানের ভয়েস কমিউনিকেশনের সুবিধা দেয়।

এর আরেকটি চমৎকার ফিচার হল ডুয়ালফ্লো অডিও প্রযুক্তি, যা একসাথে দুটি ডিভাইস থেকে অডিও প্লেকরারর সুবিধা দেবে। ব্যাটারি লাইফের কথা বললে, আসুস দাবি করেছে, RGB লাইটিং বন্ধ অবস্থায় একবার চার্জে হেডসেটটি ১১০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১৫ মিনিটের ফাস্ট চার্জিংয়ে এটি ১১ ঘণ্টা ব্যাকআপ দেবে।

ডিজাইনের কথা বললে ৩১৮ গ্রাম ওজনের Asus ROG Delta 2 হেডসেটটি D-শেপ এরগোনমিক ইয়ার কুশন সহ এসেছে, যা দীর্ঘ সময় ব্যবহারের করলেও আরামদায়ক অভিজ্ঞতা পাওয়া যাবে।