আসছে ৩২ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেওয়া ASUS Vivobook S16 ল্যাপটপ, ১ টাকায় মিলবে ৮০৯৮ টাকার সুবিধা

নতুন ল্যাপটপ খোঁজ করে থাকলে সুখবর। জনপ্রিয় ব্র্যান্ড আসুস ভারতীয় বাজারে তাদের নতুন ল্যাপটপ লঞ্চ করতে চলেছে। আসন্ন এই মডেলটির নাম ASUS Vivobook S16 (S3607QA)। ইতিমধ্যেই ফ্লিপকার্ট এবং কোম্পানির অফিসিয়াল সাইটে এই ল্যাপটপের জন্য মাইক্রোসাইট লাইভ হয়েছে। এখান থেকে ডিভাইসটির লঞ্চের তারিখ, সেল অফার এবং অন্যান্য তথ্য সামনে এসেছে। আগামী ৮ সেপ্টেম্বর ASUS Vivobook S16 ভারতে লঞ্চ হবে। এই ল্যাপটপের সাথে ক্রেতাদের একটি বিশেষ অফারও দেওয়া হবে।

ASUS Vivobook S16 ল্যাপটপের ভারতে দাম

লঞ্চের তারিখ জানানো হলেও ASUS Vivobook S16 এর দাম এখনও নিশ্চিত করা হয়নি। তবে কোম্পানি মাইক্রোসাইটে জানিয়েছে যে, এর দাম শুরু হবে ৬X,XXX/- টাকা থেকে। অর্থাৎ মডেলটির মূল্য ৭০ হাজার টাকার কম রাখা হবে।

কালার অপশন ও সেল

আসুস ভিভোবুক এস১৬ ভারতে পীচ এবং সালভিয়া গ্রীন কালার অপশনে পাওয়া যাবে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে আসুস ইশপ এবং ফ্লিপকার্টের মাধ্যমে এটি কেনা যাবে।

১ টাকায় পাওয়া যাবে ৮,০৯৮ টাকার সুবিধা

আসুস নতুন এই ল্যাপটপ ক্রেতাদের জন্য একটি বিশেষ অফারের ঘোষণা করেছে। কোম্পানির তরফে বলা হয়েছে, প্রথম ২০০ জন ক্রেতা মাত্র ১ টাকায় ৮,০৯৮ টাকার সুবিধা পাবেন। যেখানে ২ বছরের অতিরিক্ত ওয়ারেন্টি, ৩ বছরের অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশন এবং একটি মোকাবারা ল্যাপটপ স্লিভ অন্তর্ভুক্ত থাকবে।

ASUS Vivobook S16 (S3607QA) এর ডিজাইন ও স্পেসিফিকেশন

ASUS Vivobook S16 লাইটওয়েট মেটালিক ডিজাইনের সাথে আসবে। মাইক্রোসাইট থেকে জানা গেছে, এই ল্যাপটপে ৭০Wh এর ব্যাটারি থাকবে। এই ব্যাটারি ৩২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। আর এতে পাওয়া যাবে ইউএসবি টাইপ সি পোর্ট। ল্যাপটপটি ৪৯ মিনিটে ৬০% পর্যন্ত চার্জ হতে পারে। পারফরম্যান্স এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এতে স্ন্যাপড্রাগন এক্স প্রসেসর এবং কোয়ালকম হেক্সাগন এনপিইউ থাকবে। এটি Co-Pilot + PC হবে।