গ্যাজেট

১৩ হাজার টাকার কমে Samsung থেকে Redmi ট্যাবলেট, ধামাকা অফার ফ্লিপকার্ট প্রিমিয়াম লিগ সেলে

Published on:

Best 4 tablet deals Flipkart premier league sale Samsung to redmi

আজ থেকে শুরু হয়েছে ফ্লিপকার্ট ট্যাবলেট প্রিমিয়ার লিগ। এই সেলে আপনি বড় স্ক্রিন ও দীর্ঘ ব্যাটারি লাইফের ব্র্যান্ডেড ট্যাবলেট কিনতে পারবেন ১৩,০০০ টাকার কম দামে। এই প্রতিবেদনে আমরা সেলের সেরা চারটি ডিল সম্পর্কে বলবো। প্রতিবেদনে উল্লেখিত ট্যাবলেটগুলি Samsung, Redmi, Infinix ও Lenovo ব্র্যান্ডের অন্তর্ভুক্ত।

ফ্লিপকার্ট ট্যাবলেট প্রিমিয়ার লিগে ১৩ হাজার টাকার কমে সেরা ট্যাবলেট

Samsung Galaxy Tab A9

ফ্লিপকার্ট ট্যাবলেট প্রিমিয়ার লিগ সেলে স্যামসাংয়ের ট্যাবটি ১২,৯৪৯ টাকায় কেনার জন্য উপলব্ধ। ব্যাঙ্ক অফারের সুবিধা পেলে এর দাম আরও কমানো যাবে। স্যামসাংয়ের এই ট্যাবে আছে ৮.৭ ইঞ্চি ডিসপ্লে, হেলিও জি৯৯ প্রসেসর, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫১০০ এমএএইচ ব্যাটারি।

Infinix XPAD LTE

ইনফিনিক্সের এই ট্যাবলেটটি ফ্লিপকার্ট ট্যাবলেট প্রিমিয়ার লিগ সেলে ১১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। ব্যাঙ্ক অফারের সুবিধা পেলে এর দাম আরও কমানো হবে। এই ইনফিনিক্স প্যাডে আছে ১১ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৭০০০ এমএএইচ ব্যাটারি।

Redmi Pad SE

এই রেডমি প্যাডটি বিশেষ সেলে ১১,৯৯৯ টাকায় কেনা যাবে। এতে আছে ৮০০০ এমএএইচ ব্যাটারি, ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ট্যাবের স্ক্রিনটি ১১ ইঞ্চি এবং এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই প্যাডে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট। এতে ডলবি অ্যাটমসের সাথে কোয়াড স্পিকার উপস্থিত।

Lenovo Tab M11

লেনোভো ট্যাব এম১১ এর দাম সেলে ১২,৯৯৯ টাকা রাখা হয়েছে। ফিচারের কথা বললে এতে রয়েছে ১১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর, মালি জি৫২ জিপিইউ এবং ৮ জিবি LPDDR4X র‌্যাম। ফটোগ্রাফির জন্য এতে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে, আবার সামনের ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল। এর ব্যাটারি ক্যাপাসিটি ৭,০৪০ এমএএইচ।