গ্যাজেট

গরমে ঘরেই পাবেন মানালির সুখ, হাজার টাকার কমে সেরা ৫ পোর্টেবল ফ্যান

Published on:

Best 5 top portable cooling usb fans under rupees 1000 on amazon

পূজা মন্ডল, কলকাতা: গরম পড়তে শুরু করেছে। আর গরম থেকে বাঁচতে অনেকেই ফ্যান ও এসি কিনছে। আপনিও যদি এই মুহূর্তে আপনার বাড়ি বা অফিসের জন্য নতুন ফ্যান কিনতে চান তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আমরা কিছু পোর্টেবল ফ্যানের বিষয়ে বলবো। এই ফ্যানগুলি আপনি যে কোনো স্থানে যখন খুশি ব্যবহার করতে পারেন। আর পোর্টেবল হওয়ায় বাড়ির বা অফিসের কোথাও ড্রিলিংয়েরও প্রয়োজন পড়বে না। চলুন সেরা পাঁচটি পোর্টেবল ইউএসবি ফ্যানের নাম ও মূল্য জেনে নেওয়া যাক।

Bajaj Pygmy Mini USB Charging Fan

এর দাম অ্যামাজন ইন্ডিয়ায় ১,১৪৯ টাকা। ডিভাইসটিকে ক্ল্যাম্প মেকানিজমে তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনি এটি আপনার টেবিলে রেখেও ব্যবহার করতে পারেন। এতে একটি ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি প্রায় ৪ ঘন্টা ব্যাকআপ দিতে পারে।

ISILER 1200mAh Portable USB Fan

শীঘ্রই অ্যামাজনে এই ইউএসবি ফ্যানের বিক্রি হবে। এতে ১২০০ এমএএইচ ব্যাটারি আছে। যার কারণে আপনি এটি অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন। এটি আপনার অফিস, ঘরের জন্য সেরা বিকল্প হতে পারে।

Gaiatop Portable USB Table Fan

এটি অ্যামাজনে ৭৯৮ টাকায় বিক্রি হচ্ছে। এতে ২০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফ্যানটির মাধ্যমে ৯ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে। আপনি এটি আপনার ঘুমানোর ঘরে, ডেস্কটপের সামনে, গাড়ির সিটে বা ভ্রমণের সময় ব্যবহার করতে পারেন। এটি যে কোনো জায়গায় সহজেই লাগানো যায়।

UNIQUE Mini USB Table Fan

এই ফ্যানটি আপনি অ্যামাজন ইন্ডিয়া থেকে কিনতে পারবেন। এতে ১২০০ এমএএইচ ব্যাটারি আছে। আপনি এটি গরম বাতাসকে সহজেই অপসারিত করতে ব্যবহার করতে পারেন। এই ফ্যানটি আপনাকে ফুল চার্জে প্রায় ৩.৫ ঘন্টা ব্যাকআপ দেবে।

REXERA Rechargeable Desk Fan

অ্যামাজন ইন্ডিয়ায় আপনি এই ফ্যানটি ৯৯৯ টাকায় কিনতে পারবেন। এতে ৪০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আপনি এই ফ্যানটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারেন। এটি অন্যান্য ফ্যানের মতো যে কোনও স্থানে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে।