গ্যাজেট

ত্রিশ হাজার টাকার কমে সেরা তিন ল্যাপটপ, Dell, Acer ও MSI আছে লিস্টে

Published on:

Best laptops under 30000 in Amazon dell acer msi in the list

নতুন ল্যাপটপ কিনতে চাইলে অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে ঢুঁ মারুন। এই ই-কমার্স সাইটে 30,000 টাকারও কম দামে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ বিক্রি হচ্ছে। আর দাম কম থাকলেও এই রেঞ্জে আসা ল্যাপটপগুলি প্রিমিয়াম বিল্ড এবং দুর্দান্ত পারফরম্যান্স দেবে। এই প্রতিবেদনে আমরা অ্যামাজনে 30 হাজার টাকার কমে উপলব্ধ সেরা 3 ল্যাপটপের বিষয়ে বলবো।

Dell Inspiron 15 3535 Laptop

ডেলের ল্যাপটপটি অ্যামাজনে 29,990 টাকায় তালিকাভুক্ত রয়েছে এবং ব্যাঙ্ক অফারের মাধ্যমে এর দাম আরও 2,000 টাকা কমানো যাবে। এই ল্যাপটপে রয়েছে 15.6 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে এএমডি রাইজেন 3 7320U প্রসেসর ব্যবহার করা হয়েছে। মাল্টিটাস্কিংয়ের জন্য এতে 8 জিবি র‌্যাম এবং 512 জিবি স্টোরেজ আছে।

WhatsApp Community Join Now

MSI Modern 14 Laptop

এই কমপ্যাক্ট সাইজের ল্যাপটপটি 29,990 টাকায় পাওয়া যাচ্ছে এবং ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে আরও 2,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই ল্যাপটপে আছে 14 ইঞ্চি ফুল এইচডি (1920×1080) ডিসপ্লে। এটি 12 তম প্রজন্মের ইন্টেল কোর আই 3 1215U প্রসেসর দ্বারা চালিত এবং এতে 8 জিবি র‌্যাম এবং 512 জিবি স্টোরেজ পাওয়া যাবে।

Acer Aspire Lite AMD Ryzen 3 5300U Laptop

অ্যামাজনে অফারের কারণে এসার অ্যাস্পায়ার লাইট ল্যাপটপটি 30,990 টাকায় তালিকাভুক্ত আছে। আবার নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে 2,000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এই ল্যাপটপে আছে 15.6 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে (16:9 অ্যাসপেক্ট রেশিও) এবং এএমডি রাইজেন 3 5300U কোয়াড কোর প্রসেসর। এই ল্যাপটপে আছে 16 জিবি র‌্যাম এবং 512 জিবি স্টোরেজ। এতে 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন