গ্যাজেট

প্রিমিয়াম ফিচার ও বড় স্ক্রিনের সস্তা Smart TV খোঁজ করছেন? এই তিনটি মডেলে রয়েছে দুর্দান্ত ডিল

Published on:

Big-screen-smart-tv-under-20000-ott-app-support-acer-tcl-hisense

বাজারে প্রিমিয়াম ফিচারের স্মার্ট টিভির ব্যাপক চাহিদা আছে। এই জন্য প্রায় প্রতিমাসে নতুন নতুন টিভি বাজারে আসছে। এমত পরিস্থিতিতে আপনি যদি বাড়ির পুরানো টিভি বদলে নতুন Smart TV কিনতে চান, তাহলে আমরা আপনাকে অ্যামাজনে উপলব্ধ কয়েকটি ৪০ থেকে ৪৩ ইঞ্চি টিভি সম্পর্কে বলবো, যেগুলির দাম ২০,০০০ টাকার কম। এই Smart TV -তে ওটিটি অ্যাপ সাপোর্ট সহ একাধিক কানেক্টিভিটি অপশন উপস্থিত।

TCL Bezel-Less Full HD Smart Android LED TV

এই টিসিএল স্মার্ট টিভিতে আছে ৪০ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এর রেজোলিউশন ১৯২০ x ১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এতে আজ ১৯ ওয়াট সাউন্ড আউটপুট এবং ডলবি অডিও সাপোর্ট। এই টিভিতে পাওয়া যাবে বিল্ট-ইন ওয়াই-ফাই, স্ক্রিন শেয়ারিং, ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি স্টোরেজ। নেটফ্লিক্স এবং প্রাইম ভিডিওর মতো ওটিটি অ্যাপ এতে সাপোর্ট করে। এই টিভির দাম ১৫,৯৯০ টাকা। এটি ৫০০ টাকা ডিসকাউন্ট এবং ৭৭৫ টাকা ইএমআই অফার সহ কেনা যাবে।

Hisense Series Full HD Smart Google LED TV

হাইসেন্সের এই টিভিতে ৪৩ ইঞ্চি ডিসপ্লে আছে। এটি এইচডিআর ১০, মুভি, ইসিও, জেন্টল, ভিভিড, স্পোর্ট এবং গেম সহ বেশ কয়েকটি মোডের সাথে এসেছে। এন্টারটেইনমেন্টের জন্য এতে ইউটিউব, প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্সের মতো ওটিটি অ্যাপ সাপোর্ট করবে। এর দাম ১৯,৯৯৯ টাকা। এর সাথে ১,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে এবং এর ইএমআই শুরু হচ্ছে ৯৭০ টাকা থেকে।

Acer HD Smart LED Google TV

এসারের এই স্মার্ট টিভিতে আছে ৪০ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এর রেজোলিউশন ১৯২০ x ১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টৈ। এই টিভিতে ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, হেডফোন জ্যাক এবং এইচডিএমআই পোর্ট উপস্থিত। এতে ভিডিও কলিং ফাংশনের পাশাপাশি জনপ্রিয় ওটিটি অ্যাপ রয়েছে। এই স্মার্ট টিভির দাম ১৬,৪৯৯ টাকা। এর সাথে ৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। মাত্র ৮০০ টাকা থেকে ইএমআই শুরু হবে।