আপনি যদি পোর্টেবল স্পিকার কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে Blaupunkt এর নতুন অডিও ডিভাইসগুলি আপনার জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে। সংস্থাটি দুটি নতুন স্পিকার লঞ্চ করেছে, যাদের নাম Blaupunkt Atomik Knightz এবং Blaupunkt BB60 Boombox। এই স্পিকার দুটি 100W সাউন্ড আউটপুট অফার করবে। আবার উভয় স্পিকার ফুল চার্জে দীর্ঘক্ষণ পর্যন্ত চলবে। আসুন এদের দাম ও বিশেষত্ব জেনে নেওয়া যাক।
এই স্পিকারের সাউন্ড আউটপুট 100W। এতে চারটি ফুল রেঞ্জ স্পিকার এবং দুটি বেস রেডিয়েটর উপস্থিত। এতে বেস বুস্ট বাটনও রয়েছে। জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে এতে IPX6 রেটিং আছে। এই স্পিকারে পাওয়া যাবে 9টি লাইট মোড। এটি 15,600mAh ব্যাটারি সহ এসেছে এবং চার্জিংয়ের জন্য টার্বোভোল্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থাটি বলছে যে এটি 2 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। এতে রয়েছে ওয়্যারলেস কারাওকে ওয়্যারলেস মাইকের সাপোর্ট। একে আপনি কাঁধে ঝুলিয়ে সহজেই যে কোনও জায়গায় বয়ে নিয়ে যেতে পারবেন।
এই স্পিকারের সাউন্ড আউটপুট 60W। এই কমপ্যাক্ট সাইজের স্পিকারে নিওনের ডিজাইন এলিমেন্ট দেখা যাবে। এতে গ্রিপের জন্য একটি হ্যান্ডেলও রয়েছে। চার্জিংয়ের জন্য এতে টার্বোভোল্ট স্ট্যান্ডবাই প্রযুক্তি সহ 6000mAh ব্যাটারি রয়েছে। সংস্থাটি দাবি করেছে যে এটি 10 ঘন্টা পর্যন্ত প্লেটাইম দেবে। এই স্পিকারে কারাওকে ওয়্যারলেস মাইকও দেওয়া হয়েছে। আবার এতে আছে IPX6 রেটিং, যা ধুলো এবং জল থেকে সুরক্ষা দেবে
Atomik Knightz পোর্টেবল স্পিকারের দাম 14,999 টাকা এবং BB60 Boombox স্পিকারের দাম 7,999 টাকা। উভয় স্পিকার কোম্পানির অফিসিয়াল সাইট ছাড়াও অ্যামাজন থেকে কেনা যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.