boAt আজ ভরতে তাদের নতুন স্মার্টওয়াচটি Storm Infinity লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে হাজার টাকার কাছাকাছি। সম্পূর্ণ চার্জ হলে এই স্মার্ট ওয়াচটি ১৫ দিনের বেশি ব্যাটারি লাইফ দেবে। এর পাশাপাশি মাত্র ৬০ মিনিটে এটি সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এতে একাধিক হেলথ ফিচার উপস্থিত। আসুন boAt Storm Infinity এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
boAt Storm Infinity স্মার্টওয়াচের দাম
বোট স্টর্ম ইনফিনিটি এর দাম ১,২৯৯ টাকা রাখা হয়েছে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এই ওয়াচটি Amazon, Flipkart এবং নির্বাচিত অফলাইন স্টোরগুলির পাশাপাশি কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যাবে। এটি অ্যাক্টিভ ব্ল্যাক, চেরি ব্লসম, ব্রাউন, ডীপ ব্লু, জেড গোল্ড, সিলভার মিস্ট, স্পোর্টস ব্ল্যাক এবং স্পোর্টস গ্রীন কালার অপশনে এসেছে।
boAt Storm Infinity এর ফিচার ও স্পেসিফিকেশন
বোট স্টর্ম ইনফিনিটি স্মার্টওয়াচে আছে ASAP প্রযুক্তি, যার কারণে মাত্র ১০ মিনিট চার্জে ওয়াচটি দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। এর পাশাপাশি ঘড়িতে ব্লুটুথ কলিং সাপোর্ট, বিল্ট-ইন স্পিকার এবং মাইক্রোফোন সহ পাওয়া যাবে, এবং ব্যবহারকারীরা এতে কন্ট্যাক্ট সেভ রাখতে পারবে। বোট স্টর্ম ইনফিনিটি ওয়াচে ১.৮৩ ইঞ্চি HD ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৫৫০ নিটস পিক ব্রাইটনেস অফার করে।
boAt Storm Infinity স্মার্টওয়াচে ক্রাউন দেওয়া হয়েছে, যার মাধ্যমে এটি পরিচালনা করা সহজ হবে। এই ঘড়িটি IP68 ধুলো এবং জল প্রতিরোধী রেটিং সহ এসেছে। এতে অনেক স্পোর্টস মোড উপস্থিত এবং একাধিক হেলথ ফিচার উপস্থিত। হার্ট রেট থেকে শুরু করে স্লিপ ট্র্যাকিং এবং SpO2 মনিটরিংয়ের সুবিধা রয়েছে।