দেশীয় ব্র্যান্ড বোট আজ ভারতে ব্লুটুথ ট্র্যাকিং ডিভাইস boAt Tag লঞ্চ করেছে। এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। এটি এমন একটি ট্র্যাকার যা ছোট ছোট জিনিস হারিয়ে যাওয়া থেকে বাঁচায়। boAt Tag গুগলের ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক ব্যবহার করে চাবি, ওয়ালেট, লাগেজ এবং হ্যান্ডব্যাগের মতো আইটেমগুলির খোঁজ রাখতে পারে। আর এর দামও কম রাখা হয়েছে।
boAt Tag এর দাম এবং উপলব্ধতা
লঞ্চ অফারের অধীনে বোট ট্যাগ মাত্র ১,২৯৯ টাকায় কেনা যাবে। এটি শুধুমাত্র কালো রঙে লঞ্চ হয়েছে। এর সাথে ১ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। এটি ফ্লিপকার্ট এবং কোম্পানির অফিসিয়াল সাইট থেকে ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় কেনা যাবে।
boAt Tag এর ফিচার ও স্পেসিফিকেশন
বোট ট্যাগ আপনার জিনিসপত্র কখন কোথায় আছে তা মুহূর্তে জানিয়ে দেবে। এতে ৮০ ডিবি অ্যালার্ম আছে যা ব্যবহারকারীকে আইটেমগুলি খুঁজে পেতে সাহায্য করবে। তবে এটি কেবল ১০ মিটার ব্লুটুথ রেঞ্জের মধ্যে কাজ করে।
এতে সিকিউরিটি ও প্রাইভেসি বাড়ানোর জন্য আননোন ট্র্যাকিং অ্যালার্ট ব্যবস্থা আছে। ফুল চার্জে ডিভাইসটি ১ বছরের ব্যাটারি লাইফ অফার করবে এবং বাক্সে একটি অতিরিক্ত ব্যাটারি দেওয়া হয়েছে।