ভারতে ফোর্ড মাস্ট্যাংয়ের সঙ্গে হাত মিলিয়ে Boult X Mustang কালেকশন লঞ্চ করল বোল্ট অডিও। এক সঙ্গে সংস্থাটি Mustang Q, Mustang Dyno এবং Mustang Torq নামে তিনটি অডিও ডিভাইস বাজারে এনেছে। মাস্টাং কিউ একটি ওভার-ইয়ার হেডফোন এবং মাস্টাং ডায়নো এবং মাস্টাং টর্ক হল ট্রু ওয়্যারলেস স্টেরিও বা টিডাব্লুএস ইয়ারবাডস। সংস্থার দাবি, এই ডিভাইসগুলি ফুল চার্জে ৭০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে। এদের প্রারম্ভিক দাম ১,২৯৯ টাকা।
ওভার-ইয়ার হেডফোন বোল্ট মাস্টাং কিউ এর দাম রাখা হয়েছে ২,৪৯৯ টাকা। এদিকে, মাস্টাং ডায়নো ইয়ারবাডসের দাম ১,২৯৯ টাকা এবং মাস্টাং টর্ক ইয়ারবাডসের দাম ১,৪৯৯। ইয়ারবাডগুলি সিলভার এবং ইয়েলো কালার অপশনে কেনা যাবে। তিনটি ডিভাইসই বোল্টের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে
ওভার-ইয়ার হেডফোন বোল্ট মাস্টাং কিউ ৪০ মিমি বেস বুস্টেড ড্রাইভার সহ এসেছে, যা ডিপ বেস এবং ক্লিয়ার অডিও শুনতে দেবে। এই হেডফোনে সাউন্ড অ্যাডজাস্টমেন্টের জন্য চারটি ইকিউ মোড এবং সহজ কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ৫.৪ এর সাথে ডুয়াল ডিভাইস সাপোর্ট রয়েছে। এর ব্যাটারি ফুল চার্জে ৭০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে মেমরি ফোম কানের কাপ পাওয়া যাবে। মাত্র ১০ মিনিটের চার্জে এটি ১০ ঘন্টা প্লেব্যাক টাইম দেবে বলে বোল্ট দাবি করেছে।
বোল্ট মাস্টাং ডিনো ইয়ারবাডসে ১৩ মিমি অডিও ড্রাইভার আছে। কোম্পানির দাবি যে এটি ৬০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে এবং দ্রুত কানেক্টের জন্য এতে ব্লুটুথ ৫.৪ সাপোর্ট করে। এতে প্লেব্যাক এবং কলের জন্য জেসচার কন্ট্রোল অন্তর্ভুক্ত রয়েছে। এটি ১০ মিনিটের চার্জে ১০ ঘন্টা প্লেব্যাক টাইম দেবে।
এদিকে বোল্ট মাস্টাং টর্ক ইয়ারবাডসে রয়েছে ১৩ মিমি বুমএক্স ড্রাইভার এবং জেন কোয়াড মাইক ইএনসি ফিচার। ইয়ারবাডসটি ডুয়াল-ডিভাইস পেয়ারিংয়ের সাথে ব্লুটুথ ৫.৪ সাপোর্ট করে। এচে ব্লিঙ্ক এবং পেয়ার প্রযুক্তি উপস্থিত। কোম্পানির দাবি, ফুল চার্জে এটি ৬০ ঘণ্টা পর্যন্ত চলে। টর্ক ইয়ারবাডসে রয়েছে লো-ল্যাটেন্সি ৪৫এমএস কমব্যাট গেমিং মোড, যা গেমিংয়ের সময় চমৎকার অভিজ্ঞতা দেবে। এতেও ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেকারণে ১০ মিনিটের চার্জে এটি ১০ ঘন্টা প্লেব্যাক টাইম দেবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.