পূজা মন্ডল, কলকাতা: নতুন স্মার্ট টিভি খোঁজ করছেন? বাজেট কম? এরপরও আপনি জনপ্রিয় ব্র্যান্ডের বড় স্ক্রিনের Smart TV কিনতে পারেন। আসলে অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart নিয়ে এসেছে নতুন সেল। যেখানে ৫৫ ইঞ্চি স্ক্রিন সাইজের স্মার্ট টিভি প্রায় ২৫ হাজার টাকায় কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফারের সুবিধা রয়েছে।
এই প্রতিবেদনে আমরা iFFALCON by TCL স্মার্ট টিভির উপর পাওয়া অফার সম্পর্কে বলবো। সংস্থার 4K রেজোলিউশনের ৫৫ ইঞ্চি ডিসপ্লে সহ Google TV এখন কম দামে বিক্রি হচ্ছে। এই টিভিতে ডাইনামিক কালার ইনহ্যান্সমেন্ট এবং ডলবি অডিও সমর্থিত ডুয়েল স্পিকারের সুবিধা পাওয়া যাবে।
iFFALCON by TCL 55 ইঞ্চি Google TV এর অফার
আইফ্যালকনের ৫৫ ইঞ্চি গুগল স্মার্ট টিভি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ৭৩,৯৯৯ টাকার পরিবর্তে ২৫,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এর উপর ৬৪ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও, পুরাতন টিভি এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ছাড় মিলবে।
iFFALCON by TCL স্মার্ট টিভির ফিচার
বড় স্ক্রিনযুক্ত স্মার্ট টিভিতে আল্ট্রা এইচডি (4K) ৩৮৪০x২১৬০ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৬০ হার্টছ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে Google TV অপারেটিং সিস্টেম রয়েছে। ভালো অডিও অভিজ্ঞতার জন্য এতে ২৪ ওয়াট ক্ষমতার স্পিকার দেওয়া হয়েছে, যা Dolby Atmos সাপোর্ট করে। টিভিটি ফ্রেমলেস ডিজাইন সহ এসেছে।