নিজের ঘরে বসে যদি সিনেমা হলের মজা নিতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা সস্তায় বিক্রি হওয়া একটি বড় স্ক্রিনের স্মার্ট টিভির কথা বলবো। আসলে Flipkart Freedom সেলে ইলেকট্রনিক্স প্রোডাক্টে বাম্পার ছাড় দেওয়া হচ্ছে। আর এই সেলেই iFFALCON by TCL-এর প্রিমিয়াম 4K স্মার্ট টিভি এখন সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফার সহ টিভিটি ২৫ হাজার টাকারও কম দামে আপনি কিনে নিতে পারবেন।
iFFALCON by TCL U65 Google TV 2025 Edition মডেলে রয়েছে ৫৫ ইঞ্চি ফ্রেমলেস ডিসপ্লে, যা ডলবি ভিশন এবং MEMC টেকনোলজি সাপোর্ট করে। এই টেকনোলজি স্পোর্টস বা অ্যাকশন দৃশ্যগুলিকে আরও স্মুথ করে। সাথে রয়েছে ডায়নামিক কালার এনহ্যান্সমেন্ট ফিচারও। আর সাউন্ডের জন্য এতে পাবেন ডলবি অ্যাটমস সাপোর্ট। ফলে ছবি ও সাউন্ড নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না।
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে এই টিভিটি মাত্র ২৫,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। আবার ব্যাঙ্ক অফারে পাওয়া যাবে অতিরিক্ত ১,৫০০ টাকা পর্যন্ত ছাড়। যারপর এর দাম কমে আসবে ২৪,৪৯৯ টাকায়। এছাড়া পুরানো টিভি এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ৫,৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলতে পারে। এই ডিসকাউন্ট নির্ভর করবে ডিভাইসের মডেল ও অবস্থার উপর।
ফিচারের কথা বললে, এই টিভিতে আছে ৫৫ ইঞ্চি 4K আল্ট্রা এইচডি (৩৮৪০x২১৬০ পিক্সেল) ডিসপ্লে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই টিভি Google TV অপারেটিং সিস্টেমে চলে। এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ২৪ ওয়াটের স্পিকার দেওয়া হয়েছে।
এর অন্যান্য বিশেষত্বের মধ্যে রয়েছে ইন-বিল্ট ক্রোমকাস্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট ও ভয়েস কন্ট্রোলের সুবিধা। এছাড়া টিভিটির হোম স্ক্রিনে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, জিওহটস্টার, ইউটিউব-সহ একাধিক জনপ্রিয় OTT অ্যাপ উপস্থিত।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.