ফ্লিপকার্ট GOAT সেলে QLED টিভি মাত্র ৫,৯৯৯ টাকা থেকে, দশ হাজারের কমে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি

বাড়িতে নতুন স্মার্ট টিভি নিয়ে আসার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য দারুণ একটা সুযোগ এসে গেছে। ফ্লিপকার্টে শুরু হয়েছে GOAT সেল। আর এই সেলে একাধিক ব্র্যান্ডেড টিভিতে পাওয়া যাচ্ছে বড়সড় ছাড়। আপনি এই সেল থেকে QLED ডিসপ্লের স্মার্ট টিভি কিনতে পারবেন মাত্র ৫,৯৯৯ টাকায়। এছাড়া ৩২ ইঞ্চি টিভিগুলি ১০ হাজার টাকার কমে পাওয়া যাবে। এই প্রতিবেদনে আমরা সেলে সস্তায় উপলব্ধ চারটি স্মার্ট টিভির বিষয়ে বলবো।

Flipkart GOAT সেলে স্মার্ট টিভিতে অফার

Thomson Alpha QLED 24 Inch (2025 Edition)

শুধুমাত্র ৫,৯৯৯ টাকায় ফ্লিপকার্টে পাওয়া যাবে এই ২৪ ইঞ্চি QLED স্মার্ট টিভি। আর যদি ব্যাঙ্ক অফার বা এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে পারেন, তাহলে দাম আরও কমানো যেতে পারে। টিভিটি Thomson-এর লেটেস্ট ২০২৫ এডিশন। এতে পাওয়া যাবে লিনাক্স অপারেটিং সিস্টেম এবং ২৪ ওয়াট সাউন্ড আউটপুট। ওটিটি অ্যাপের সাপোর্ট থাকায় নেটফ্লিক্স, প্রাইম, ইউটিউব, সবই দেখা যাবে অনায়াসে।

realme TechLife CineSonic 32 Inch (2025 Edition)

রিয়েলমির এই টিভিটির দাম সেলে রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। গুগল টিভি অপারেটিং সিস্টেমে চলা এই ৩২ ইঞ্চির QLED ডিসপ্লে টিভিতে আছে ২০ ওয়াট স্পিকার এবং আধুনিক কনেক্টিভিটি ফিচার।

Foxsky 32 Inch QLED TV (2024 Model)

মাত্র ৭,৪৯৯ টাকায় আপনি সেল থেকে কিনতে পারবেন Foxsky-এর এই ৩২ ইঞ্চি QLED স্মার্ট টিভি। এতে গুগল টিভি ইন্টারফেসের পাশাপাশি থাকছে ৩০ ওয়াট ডলবি অডিও সাপোর্ট, যা এই দামের মধ্যে বেশি পাওনা বলেই মনে হয়।

MOTOROLA 32 Inch QLED TV (2025 Edition)

মোটোরোলার এই ৩২ ইঞ্চি টিভিটি সেলে কেনা যাবে ৯,৭৯৯ টাকায়। এতে QLED প্যানেল, গুগল টিভি ওএস এবং ২০ ওয়াট সাউন্ড আউটপুট পাওয়া যাবে। এটি ইএমআই অপশনে কেনা যাবে। এর সাথেও ব্যাঙ্ক অফার পাওয়া যাবে।