গ্যাজেট

১৫ হাজার টাকার কমে Samsung, OnePlus, Realme ব্র্যান্ডের ট্যাবলেট, ফ্লিপকার্ট সেলে ধামাকা অফার

Published on:

Flipkart omg sale discount offer on tablets realme OnePlus samsung lenovo

ফ্লিপকার্টে চলমান ওএমজি গ্যাজেটস সেলে বাম্পার ডিসকাউন্টে ফোন সহ বিভিন্ন গ্যাজেট পাওয়া যাবে। এই সময় আপনি যদি ব্র্যান্ডেড ট্যাবলেট কেনার পরিকল্পনা করে থাকেন তাহলেও দুর্দান্ত ডিল পাবেন। এই প্রতিবেদনে আমরা বেশ কয়েকটি ট্যাবলেট ডিল সম্পর্কে বলবো যেগুলো ফ্লিপকার্ট ওএমজি গ্যাজেটস সেলে ১৫ হাজার টাকারও কম দামে পাওয়া যায়। আসুন সেলে কোন কোন ট্যাব কম দামে কেনা যাচ্ছে দেখে নেওয়া যাক।

Realme Pad 2 Lite

ফ্লিপকার্ট ওএমজি গ্যাজেটস সেলে রিয়েলমির এই ট্যাবলেটের ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ (4G) ভ্যারিয়েন্ট ১১,৯৯৯ টাকায় এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি (4G) ভ্যারিয়েন্ট ১২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এতে রয়েছে ১১ ইঞ্চি ডিসপ্লে, হেলিও জি৯৯ প্রসেসর, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৮৩০০ এমএএইচ ব্যাটারি।

Oneplus Pad Go

ওয়ানপ্লাস ট্যাবলেটটির ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ (ওয়াইফাই) ভ্যারিয়েন্ট ব্যাঙ্ক অফার সহ ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এতে আছে ১১.৩৫ ইঞ্চি ডিসপ্লে, হেলিও জি৯৯ প্রসেসর, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৮০০০ এমএএইচ ব্যাটারি।

Infinix X Pad

ইনফিনিক্স এক্স প্যাড এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট সেলে ১১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। ব্যাঙ্ক অফারের লাভ উঠিয়ে এর দাম আরও কমানো যেতে পারে। এই ট্যাবে আছে ১১ ইঞ্চি ডিসপ্লে, হেলিও জি৯৯ প্রসেসর, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৭০০০ এমএএইচ ব্যাটারি।

Samsung A9

এই ট্যাবলেটের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি র‌্যাম (WiFi) ভ্যারিয়েন্ট ১১,৯৯৯ টাকায় সেলে বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক অফারের সুবিধা গ্রহণ করে এর দাম আরও কমানো যেতে পারে। এতে আছে ৮.৭ ইঞ্চি ডিসপ্লে, হেলিও জি৯৯ প্রসেসর, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫১০০ এমএএইচ ব্যাটারি।

Realme Pad 2 4G

রিয়েলমি প্যাড ২ ৪জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ (4G) ভ্যারিয়েন্ট সেলে ১৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এর সাথে ব্যাঙ্ক অফারের সুবিধা পাওয়া যাবে। এতে রয়েছে ১১.৫ ইঞ্চি ডিসপ্লে, হেলিও জি৯৯ প্রসেসর, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৮৩৬০ এমএএইচ ব্যাটারি।

Lenovo M10

এই ট্যাবলেটের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ (4G) ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। এই ট্যাবের সাথে ব্যাঙ্ক অফারের সুবিধা পাওয়া যাচ্ছে। ফিচারের কথা বললে, এই ট্যাবে ১০.১ ইঞ্চি ডিসপ্লে, ইউনিসোক টি৬১০ প্রসেসর, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫১০০ এমএএইচ ব্যাটারি।