গ্যাজেট

চলছে ট্যাবলেট প্রিমিয়ার লিগ, Redmi, Samsung, OnePlus এর সেরা ট্যাবলেটে ৫০% ছাড়

Published on:

Flipkart tablet premier league 50 percent discount offer on redmi Samsung realme OnePlus tabs

আজ থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে চালু হল ট্যাবলেট প্রিমিয়ার লিগ। এটি এই সেলের প্রথম সংস্করণ। এই লিগ চলাকালীন শীর্ষ ব্র্যান্ডের ট্যাবগুলিতে আকর্ষণীয় ডিল পাওয়া যাবে। যারা নতুন ডিভাইস আপগ্রেড করার কথা ভাবছেন তারা কোনও খরচ ছাড়াই তাদের ডিভাইসগুলি আপগ্রেড করতে পারবেন। ফ্লিপকার্ট ট্যাবলেট প্রিমিয়ার লিগ 2025-এ স্যামসাং, লেনোভো, অ্যাপল, রিয়েলমি, ওয়ানপ্লাস, রেডমি, এমআই, পোকো এবং ইনফিনিক্সের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলির ডিভাইসে অফার পাওয়া যাবে।

উল্লেখ্য, সীমিত সময়ের জন্য টপ সেলিং ট্যাবলেটগুলিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও, গ্রাহকরা সীমিত সময়ের জন্য প্রাইস কাট, এক্সচেঞ্জ অফার, ফোলিও কভার এবং কীবোর্ডের মতো ট্যাবলেট আনুষাঙ্গিকগুলিতে আকর্ষণীয় ডিল পাবেন। আসুন কোন ট্যাবে কী অফার রয়েছে জেনে নেওয়া যাক।

ফ্লিপকার্ট ট্যাবলেট প্রিমিয়ার লিগ ২০২৫ : কিছু অসাধারণ ডিল

Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং S-Pen-সহ Samsung Galaxy Tab S9 এর দাম শুরু ৩৯,৯৯৯ টাকা থেকে।

১১.৫ ইঞ্চি ডিসপ্লে এবং Octa JBL স্পিকার-সহ Lenovo Tab Plus এর দাম শুরু ১৩,৭৪৯ টাকা থেকে।

Apple iPad 10th Gen এর ১০.৯ ইঞ্চি ডিসপ্লে এবং A14 বায়োনিক চিপ-সহ ট্যাবের দাম শুরু ২৮,৯৯৯ টাকা থেকে।

OnePlus Pad Go এর ১১.৩৫ ইঞ্চি আই-কেয়ার ডিসপ্লে এবং Dolby Atmos সাউন্ড, ট্যাবের দাম মাত্র ১৫,৭৪৯ টাকা।

Realme Pad 2 Lite এর ১১ ইঞ্চি স্ক্রিন এবং 4G ট্যাবের দাম শুরু ১০,৭৯৮ টাকা থেকে।

এর পাশাপাশি ৬৯৯ টাকায় টাইমস প্রাইম সাবস্ক্রিপশন নেওয়া যাবে, যার অন্য সময় দাম থাকে ১,২৯৯ টাকা।
সাশ্রয় বাড়ানোর জন্য ফ্লিপকার্ট গ্রাহকরা তাদের পুরানো ট্যাবলেট বিক্রি করারও সুযোগ পাবেন এবং একই সাথে নো-কস্ট ইএমআই, ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ ডিলের সুবিধাও অন্তর্ভুক্ত। কোম্পানির উদ্দেশ্য, এই সমস্ত অফার ও সুযোগের মাধ্যমে প্রিমিয়াম ডিভাইসগুলি আরও বেশি গ্রাহকদের কাছে সহজলভ্য করে তোলা।