Hisense চীনে আজ তাদের সবচেয়ে প্রিমিয়াম Hisense Xplorer X1 Ultra টিভি লঞ্চ করল। এটি বিশ্বের প্রথম ১৫০ ইঞ্চি স্ক্রিন-সাউন্ড লেজার টিভি। এই টিভিটি ১৩৯ ইঞ্চি স্ক্রিন ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। নতুন টিভিতে ১০০০ নিট ফুল স্ক্রিন ব্রাইটনেস উপস্থিত। সাথে আছে ৪ জিবি র্যাম এবং ১ টিবি ইন্টারনাল স্টোরেজ। সাউন্ডের জন্য এতে ১৫টি স্পিকার ও ডলবি অডিও সহ ২০৬ ওয়াট আউটপুট পাওয়া যাবে। Hisense Xplorer X1 Ultra টিভির ১৫০ ইঞ্চি স্ক্রিন ভ্যারিয়েন্টটির চীনে দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯ ইউয়ান (১২,৪০,০০০ টাকা)।
Hisense Xplorer X1 Ultra টিভিতে ডুয়াল এমসিএল৩৯ ট্রাই-কালার RGB লেজার লাইট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লে ১০০০ নিট ফুল-স্ক্রিন ব্রাইটনেস অফার করে এবং ১১০ শতাংশ বিটি.২০২০ কালার গ্যামাট সাপোর্ট করে। এর কন্ট্রাস্ট রেশিও ৫০০০:১। পাশাপাশি এতে ডলবি ভিশন, আইম্যাক্স এনহ্যান্সড এবং এমইএমসি মোশন স্মুথিং সমর্থন করে।
সদ্য বাজারে আসা এই হাইসেন্স টিভিতে হ্যালো লাইট এফেক্ট কমাতে এসএসটি-আর্কিটেকচার সহ ডিএমডি চিপ বর্তমান। আবার ডিসপ্লেতে আলোর প্রতিফলন কমাতে, এতে ন্যানো স্পেকট্রাম সিলেক্টিভ স্ক্রিন প্রো প্রযুক্তি রয়েছে। সাউন্ডের জন্য, এতে হারমান কার্ডন দ্বারা তৈরি ৯.১.৪ চ্যানেল অডিও সিস্টেম দেওয়া হয়েছে। আর Hisense Xplorer X1 Ultra টিভিতে ১৫টি স্পিকার ইউনিট, অসংখ্য অ্যাকোস্টিক চেম্বার সহ ওয়্যারলেস সাবউফার পাওয়া যাবে।
ডলবি অডিও টিভির সাউন্ড সিস্টেমকে আরও দুর্দান্ত করে তুলবে বলে কোম্পানি দাবি করেছে। বিশেষ বিষয় হল, এই টিভিতে স্ক্রিন-ভাইব্রেশন ভিত্তিক ডায়রেকশনাল সাউন্ড সিস্টেম উপস্থিত, যা অন-স্ক্রিন অ্যাকশনের সাথে অডিওর সঠিক মিল রাখবে। Hisense Xplorer X1 Ultra টিভিতে ৪ জিবি র্যাম এবং ১ টিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক এমটি৯৬৫৫ চিপসেট ব্যবহার করা হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.