স্মার্টফোন, কিপ্যাড ফোন, ইয়ারবাড-সহ একাধিক ডিভাইস লঞ্চ করল HMD। স্পেনের বার্সেলোনায় আজ থেকে শুরু হয়েছে দুনিয়ার সবথেকে বড় টেক ইভেন্ট মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2025)। এই ইভেন্টে নতুন Amped Buds এবং Fusion X1 স্মার্টফোন সামনে আনল কোম্পানি। সবমিলিয়ে কী কী ডিভাইস লঞ্চ করেছে HMD, আসুন জেনে নেওয়া যাক।
এই স্মার্টফোনে রয়েছে একটি প্রাইমারি ২.৮ ইঞ্চি QVGA স্ক্রিন এবং একটি ১.৭৭ইঞ্চি কভার ডিসপ্লে। এই ফিচার ফোনটির মাধ্যমে যাতে সহজে ডায়ালিং এবং T9 মেসেজিং সাপোর্ট পাওয়া যায় সেই ভাবে ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীরা ফোনটি উল্টে কলের উত্তর দিতে পারবেন। মিলবে ০.৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং LED ফ্ল্যাশ ও টর্চ লাইট।
কানেক্টিভিটি রয়েছে ব্লুটুথ ৪.২ এবং VoLTE সাপোর্ট। মিলবে ৪৮ জিবি RAM ও ১২৮ এমবি ইন্টার্নাল স্টোরেজ, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এতে FM রেডিয়ো পাওয়া যাবে এবং রয়েছে ১,৪৫০mAh ব্যাটারি ও USB টাইপ-সি চার্জিং।
HMD 130 Music এবং 150 Music উভয় ডিভাইসেই ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে, ৮ এমবি RAM এবং ৮২ এমবি অভ্যন্তরীণ স্টোরেজ পাওয়া যাবে, যা মাইক্রো SD কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সঙ্গীত প্রেমীদের জন্য, পিছনে একটি ২ ওয়াট স্পিকার এবং একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক-সহ নির্দিষ্ট মিউজিক বাটন রয়েছে।
এই স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট, ৮ জিবি পর্যন্ত RAM এবং ২৫৬ জিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ। মিলবে ৬.৫৬ ইঞ্চি HD ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট। ক্যামেরা রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০mAh, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
নতুন HMD Barca Fusion স্মার্টফোনটিতে রয়েছে ১০৮-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। তবে এর বাকি স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি। এই ফোন HMD Fusion X1 এর একটি থিমযুক্ত সংস্করণ, যা ফুটবল ক্লাব বার্সেলোনার আদলে ডিজাইন করা হয়েছে।
তিনটি মাইক্রোফোন, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) এবং ইনভারমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) বৈশিষ্ট্য রয়েছে এই ইয়ারবাডে। ব্যবহারকারীরা এই ইয়ারফোনটি একসাথে দুটি ডিভাইসের সাথে সংযুক্ত করতে পারবেন। রয়েছে আইপি৫৪ রেটিং, ১,৬০০mAh ব্যাটারি এবং USB টাইপ-সি চার্জিং পোর্ট। এটি ANC অন থাকলে ৮ ঘণ্টা প্লেটাইম দিতে পারে, আর চার্জিং কেস মিলিয়ে ৯৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.