ভারতে আসছে HMD T21 ট্যাবলেট, ফুল চার্জে চলবে তিনদিন, প্রতি মাসে পাবেন আপডেট

গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়েছিল HMD T21। এবার এই ট্যাবলেট ভারতীয় বাজারেও আসছে। সংস্থাটি সম্প্রতি ঘোষণা করেছে যে, ডিভাইসটি আগামী ১৫ই জুলাই, মঙ্গলবার, দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে। ইতিমধ্যেই hmd.com ওয়েবসাইটে ট্যাবলেটটি তালিকাভুক্ত হয়েছে। যদিও এটি অর্ডার করা যাচ্ছে না। ভারতে এর দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা। আর ভারতে এটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে জানা গেছে। এটি ব্ল্যাক স্টিল কালারে আসবে।

HMD T21 ট্যাবলেটের স্পেসিফিকেশন ও ফিচার

এইচএমডি টি২১ ট্যাবে আছে ১০.৩৬ ইঞ্চি ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও ৫:৩। এর সামনে ও পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা সংস্থার দাবি অনুযায়ী ফুল চার্জে টানা তিন দিন পর্যন্ত চলতে পারে। যদিও বাস্তবে তিন দিন ব্যাকআপ পাওয়া কতটা সম্ভব, সেটা ব্যবহারের ওপর নির্ভর করবে।

চার্জিংয়ের জন্য এইচএমডি টি২১ ট্যাবলেটে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই এবং জিপিএস।

সাউন্ডের জন্য HMD T21 ট্যাবলেটে ডুয়াল মাইক্রোফোন ও স্পিকার উপস্থিত, আর থাকছে OZO স্পেশাল অডিও রেকর্ডিং-এর সুবিধাও। এদিকে HMD জানিয়েছে, এই ট্যাবলেট প্রতি মাসে সিকিউরিটি আপডেট পাবে ২০২৭ সাল পর্যন্ত।

যারা লেখালেখি বা আঁকার কাজে ট্যাবলেট ব্যবহার করেন, তাদের জন্য এতে Active Pen সাপোর্ট থাকবে। এছাড়া পাওয়া যাবে গুগল কিডস স্পেস ও গুগল এন্টারটেইনমেন্ট স্পেস এর সুবিধা।