গত মে মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয় HMD T21। এবার ট্যাবলেটটি ভারতে পা রাখল। এর দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকার কম। ফিচার হিসেবে HMD T21 ট্যাবে পাওয়া যাবে বড় ডিসপ্লে, Unisoc T612 প্রসেসর, ৮,২০০ এমএএইচ ব্যাটারি ও ৮ মেগাপিক্সেল রিয়ার ও সেলফি ক্যামেরা। কোম্পানির দাবি ট্যাবলেটটি ফুল চার্জে ১৮ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
এইচএমডি টি২১ ট্যাবলেটের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৪৯৯ টাকা। সেটি সরাসরি HMD-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। আপাতত ট্যাবটি ব্ল্যাক স্টিল কালারে পাওয়া যাবে।
এইচএমডি টি২১ ট্যাবলেটে আছে ১০.৩৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও ৫:৩। ট্যাবটি দেখতে স্লিম, মাত্র ৭.৫ মিমি পুরু এবং ওজন ৪৬৭ গ্রাম। পারফরম্যান্সের জন্য এতে Unisoc T612 প্রসেসর ব্যবহার করা হয়েছে, সঙ্গে আছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। তবে এতে শীঘ্রই অ্যান্ড্রয়েড ১৪ আপডেট আসবে। এতে আগামী তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট আসবে
ফটোগ্রাফির জন্য HMD T21 ট্যাবে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৪জি সাপোর্ট, ভয়েস কল এবং SMS করার সুবিধা, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ এবং জিপিএস।
পাওয়ার ব্যাকআপের জন্য HMD T21 ডিভাইসে দেওয়া হয়েছে ৮,২০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম আর প্রায় ১২ ঘণ্টা টকটাইম অফার করবে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, যা ১৮ ওয়াট পর্যন্ত PD3.0 চার্জিং সাপোর্ট। সাউন্ডের কথা বললে, এতে ডুয়েল স্পিকার, দুটি মাইক্রোফোন, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, FM রেডিও আর OZO স্প্যাটিয়াল অডিও প্লেব্যাক এবং রেকর্ডিং সাপোর্ট রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.