সেরা ফিচার সহ Honor MagicPad 3 Pro 13.3 ও Honor MagicPad 3 (12.5) ট্যাবলেট বাজারে এল

অনার চীনে Honor MagicPad 3 (12.5) এর সাথে Honor MagicPad 3 Pro ট্যাব লঞ্চ করেছে। প্রো মডেলটি ১৩.৩ ইঞ্চির ডিসপ্লে, কোয়ালকম এর লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট এবং বড় ১২,৪৫০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। উভয় ট্যাবের সাথে স্মার্ট টাচ কীবোর্ড এবং স্টাইলাস সাপোর্ট করবে। পাশাপাশি, ট্যাবলেট দুটি আইওএস, অ্যান্ড্রয়েড এবং হারমনিওএস ইকোসিস্টেমের মধ্যে সহজে ডেটা ট্রান্সফার করতে সক্ষম। আসুন Honor MagicPad 3 Pro 13.3 এবং Honor MagicPad 3 (12.5) এর দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Honor MagicPad 3 Pro 13.3 এবং Honor MagicPad 3 (12.5) এর মূল্য ও উপলব্ধতা

Honor MagicPad 3 Pro 13.3 এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম রাখা হয়েছে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৯,৪০০ টাকা)। তবে ডিভাইসটি জেডি (JD.com) এবং অনার মল (Honor Mall)-এ ৩,৭৯৯ ইউয়ান (প্রায় ৪৭,০০০ টাকা)-এর বিশেষ লঞ্চ মূল্যে পাওয়া যাচ্ছে। এছাড়া, ট্যাবটির ১২ জিবি + ৫১২ জিবি এবং ১৬ জিবি + ৫১২ জিবি সংস্করণগুলির দাম যথাক্রমে ৪,৩৯৯ ইউয়ান (প্রায় ৫৪,৪০০ টাকা) এবং ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৮,১০০ টাকা)। এটি ফ্লোটিং গোল্ড, মুন শ্যাডো হোয়াইট এবং স্টারি স্কাই গ্রে কালার অপশনে কেনা যাবে।

অন্যদিকে, Honor MagicPad 3 (12.5) এর বেস ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩৩,৪০০ টাকা)। আর উচ্চতর ১২ জিবি + ২৫৬ জিবি সংস্করণটি পাওয়া যাচ্ছে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৩০০ টাকা) দামে। এছাড়া, এর ৮ জিবি + ২৫৬ জিবি সফট লাইট ভার্সনের দাম ২,৯৯৯ (প্রায় ৩৭,৩০০ টাকা)। ট্যাবলেটটি গুড লাক পার্পল, মুন শ্যাডো হোয়াইট, রিলিজ দ্য পাইন ট্রিস এবং স্টারি নাইট কালারে উপলব্ধ।

Honor MagicPad 3 Pro 13.3 ট্যাবলেটের স্পেসিফিকেশন ও ফিচার

Honor MagicPad 3 Pro মডেলে আছে ১৩.৩ ইঞ্চির ৩.২কে (৩,২০০×২,১৩৬ পিক্সেল) এলসিডি প্যানেল, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,১০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর, যার সাথে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত আছে। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ম্যাজিকওএস ১০ কাস্টম স্কিনে চলে। এই ট্যাবে অনারের নিজস্ব ইয়োইয়ো এআই (YOYO AI) ফিচারগুলিও সাপোর্ট করে।

ক্যামেরার ক্ষেত্রে, Honor MagicPad 3 Pro এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে এফ/২.০ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেলেলের প্রাইমারি সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত। আর ট্যাবটির সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য আছে এফ/২.২ অ্যাপারচার সহ ৯ মেগাপিক্সেল সেন্সর।

ব্যাটারি ব্যাকআপের জন্য, Honor MagicPad 3 Pro ট্যাবলেটে ১২,৪৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট পর্যন্ত ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে এর বাক্সে ৬৬ ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে। ট্যাবটির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৬.০, ওটিজি এবং ইউএসবি টাইপ-সি ৩.২ জেন ২ পোর্ট সাপোর্ট করে। এতে স্মার্ট টাচ কীবোর্ড এবং Honor Magic Pencil 3 সাপোর্ট করবে। ট্যাবটি আটটি স্পিকার এবং তিনটি মাইক্রোফোন সহ এসেছে।

Honor MagicPad 3 (১২.৫) ট্যাবলেটের স্পেসিফিকেশন এবং ফিচার

Honor MagicPad 3 (১২.৫) এর সামনে দেখা যাবে ১২.৫ ইঞ্চি ৩কে (৩,০৪৮×২,০৩২ পিক্সেল) এলসিডি স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১,০০০ নিট। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর সহ এসেছে। ট্যাবটি ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ সহ পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড মডেলেও প্রো ভ্যারিয়েন্টের মতো এআই ফিচার এবং অ্যাক্সেসরিজ সাপোর্ট করবে। যদিও, ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস ৯ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য, Honor MagicPad 3 (12.5) মডেলে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। প্রো মডেলের মতো এতেও আটটি স্পিকার এবং তিনটি মাইক্রোফোন বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor MagicPad 3 (12.5) ডিভাইসে ৬৬ ওয়াট পর্যন্ত ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ১০,১০০ এমএএইচ ব্যাটারি মিলবে।