অনার ও শাওমি লঞ্চ করল অত্যাধুনিক ফিচারে সজ্জিত দুটি নতুন ট্যাবলেট – Honor Pad 10 ও Xiaomi Pad 7 Ultra। এরমধ্যে অনারের ট্যাবলেটটি বাজেটের মধ্যে উন্নত ফিচার অফার করবে, অন্যদিকে শাওমির ট্যাবটি প্রিমিয়াম ক্যাটাগরির অংশ। উভয় ট্যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি। আসুন Honor Pad 10 ও Xiaomi Pad 7 Ultra এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
অনার প্যাড ১০ মডেলটি মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে। এই ট্যাবটি ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর দাম রাখা হয়েছে ১,৪৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত, যার দাম প্রায় ৩০,২০০ টাকা। আবার ফ্রান্সে একই ভ্যারিয়েন্টের মূল্য প্রায় ৩৮,৮০০ টাকা রাখা হয়েছে। ট্যাবটি
গ্রে কালারে এসেছে।
ফিচারের কথা বললে এই ট্যাবে আছে ১২.১-ইঞ্চি ২.৫কে আইপিএস LCD ডিসপ্লে, যার রেজোলিউশন ২৫৬০×১৬০০ পিক্সেল। এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিটস ব্রাইটনেস। চোখের সুরক্ষার জন্য এতে Tüv Rheinland লো ব্লু লাইট ও ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন পাওয়া যাবে।
পারফরম্যান্সের জন্য অনার প্যাড ১০ ট্যাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন জেন ৩ চিপসেট, যার সঙ্গে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত আছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস ৯.০ কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য এই ট্যাবে ৮ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১০,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
শাওমি প্যাড ৭ আল্ট্রা তিনটি ভ্যারিয়েন্টে এসেছে – ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫.৬৯৯ ইউয়ান (প্রায় ৬৭,০০০ টাকা), ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭১,০০০ টাকা) এবং এর ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৬,৭৯৯ ইউয়ান (প্রায় ৮০,০০০ টাকা)
ফিচার হিসেবে এই ট্যাবে আছে ১৪ ইঞ্চি ৩.২কে OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। এতে Xiaomi-র নিজস্ব ৩এনএম প্রযুক্তির ১০-কোর Xring 01 চিপসেট দেওয়া হয়েছে। এটি ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ১ টিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ক্যামেরার কথা বললে এই ট্যাবের পিছনে ৫০ মেগাপিক্সেল এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। এর ব্যাটারির ক্ষমতা ১২,০০০ এমএএইচ, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, ফুল চার্জে প্রায় ১৬.৯ ঘণ্টা ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে এই ব্যাটারি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.