অনার আজ চীনে তাদের নতুন ট্যাবলেট Honor Pad X9 Pro লঞ্চ করল। এটি বাজেট রেঞ্জে এসেছে। এই ট্যাবে আছে 11.5 ইঞ্চি 2K ডিসপ্লে এবং 8300mAh ব্যাটারি। এতে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর ও 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত। ট্যাবটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে। আসুন Honor Pad X9 Pro এর দাম ও সম্পূর্ন স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Honor Pad X9 Pro এর দাম ও সেলের তারিখ
অনার প্যাড X9 প্রো 8 জিবি পর্যন্ত র্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। চীনে এর দাম শুরু হয়েছে 1099 ইউয়ান (প্রায় 12,900 টাকা) থেকে। ক্যাংশান গ্রে, জেড ড্রাগন স্নো এবং স্কাই ব্লু- এই তিনটি কালার অপশনে ট্যাবটি কেনা যাবে। আগামী 10 জানুয়ারি থেকে এর বিক্রি শুরু হবে। ভারত সহ বিশ্ব বাজারে এটি কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
Honor Pad X9 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন
অনার প্যাড X9 প্রো ট্যাবলেটে আছে 2000 x 1200 পিক্সেল রেজোলিউশন সহ 11.5-ইঞ্চি 2K ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল 400 নিট। ট্যাবটি 8 জিবি পর্যন্ত র্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর। প্যাডটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ম্যাজিকওএস 9.0 কাস্টম স্কিনে চলবে।
ফটোগ্রাফির জন্য অনার প্যাড X9 প্রো এর পিছনে 8-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা বর্তমান। সেলফির জন্য পাওয়া যাবে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই প্যাডের ব্যাটারি ক্যাপাসিটি 8300mAh। এই ব্যাটারি 35W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সাউন্ডের জন্য এতে কোয়াড স্পিকার সেটআপ উপস্থিত। এছাড়া এতে প্যারেন্টাল কন্ট্রোল ফিচারও রয়েছে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.1 এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এই ট্যাবলেটের ওজন ৪৫৭ গ্রাম।