HP ভারতে একাধিক উন্নত ফিচারছর ল্যাপটপ লঞ্চ করল। নতুন Intel Core আলট্রা প্রসেসর-সহ এই পার্সোনাল কম্পিউটারগুলিতে পাওয়া যাবে আধুনিক এআই-চালিত ফিচার। বাজারে আসা ল্যাপটপগুলির মধ্যে আছে HP EliteBook Ultra G1i, EliteBook X G1i এবং EliteBook X G1i Flip। এগুলিতে ৪৮টি টপস এনপিইউ পারফরম্যান্স পাওয়া যাবে। AMD Ryzen প্রসেসর সমন্বিত EliteBook X G1a ল্যাপটপে এনপিইউ ৫৫টি টপস পর্যন্ত অর্জন করতে পারে, যা এআই পারফরম্যান্সে একটি নতুন মানদণ্ড স্থাপন করে বলে দাবি কোম্পানির।
HP ইন্ডিয়া পার্সোনাল সিস্টেমের সিনিয়র ডিরেক্টর বিনীত গেহানি বলেন, “২০২৫ সালটি এআই পার্সোনাল কম্পিউটারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে, যা প্রযুক্তি কীভাবে কাজ এবং উদ্ভাবনকে সমর্থন করে তা পুনরায় সংজ্ঞায়িত করবে।” তিনি আরও যোগ করেন, “আমাদের EliteBook লাইনআপটি দক্ষতা অপ্টিমাইজ করার জন্য, নিরাপত্তা বৃদ্ধি করার জন্য এবং কাজের ভবিষ্যতের জন্য উপযুক্ত ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা প্রদানের জন্য তৈরি করা হয়েছে।”
HP EliteBook Ultra G1i এর ওজন মাত্র ১.১৯ কেজি। এটি ৯ মেগাপিক্সেল ক্যামেরা-সহ বিশ্বের প্রথম এআই ব্যবসায়িক নোটবুক। অন্যদিকে বহুমুখী EliteBook X Flip G1i ল্যাপটপ, ট্যাবলেট এবং টেন্ট মোডের মধ্যে সুইচ করা যাবে। সমস্ত মডেলে ব্যক্তিগতকৃত অভিজ্ঞতার জন্য HP AI Companion এবং Poly Camera Pro এর মতো উন্নত বৈশিষ্ট্য রয়েছে। পাশাপাশি একটি আলাদা Microsoft Copilot কি-ও রয়েছে।
নতুন লাইনআপটি HP এর অনলাইন স্টোরগুলি থেকে কেনা যাবে। EliteBook Ultra G1i এর দাম রাখা হয়েছে ২,৬৭,২২৩ টাকা, EliteBook X G1i এর দাম ২,২৩,৪৫৬ টাকা, EliteBook X Flip G1i এর দাম ২,৫৮,৯৮৯ টাকা এবং EliteBook X G1a এর দাম ২,২১,৭২৩ টাকা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.