হুয়াওয়ে আজ ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ Huawei GT 5 Pro লঞ্চ করল। নতুন স্মার্ট ঘড়িটি 46 মিমি মডেলে এসেছে এবং এতে 1.43-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। হুয়াওয়ের দাবি এটি 14 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। এছাড়া হুয়াওয়ে জিটি 5 প্রো ইসিজি সেন্সর, অপটিক্যাল হার্ট রেট সেন্সর, ইসিজি অ্যানালাইসিস ও স্লিপ অ্যানালাইসিসের মতো গুরুত্বপূর্ণ হেলথ মনিটরিং ফিচার সহ এসেছে।
Huawei GT 5 Pro এর ভারতে দাম
হুয়াওয়ে জিটি 5 প্রো দুটি ভার্সনে ভারতে লঞ্চ হয়েছে – ব্ল্যাক সিলিকন স্ট্র্যাপের সাথে সিলিকন ভ্যারিয়েন্ট এবং টাইটানিয়াম স্ট্র্যাপের সাথে ক্লাসিক ভ্যারিয়েন্ট। হুয়াওয়ের সিলিকন ভ্যারিয়েন্টের দাম 29,999 টাকা এবং ক্লাসিক ভ্যারিয়েন্টের দাম 39,999 টাকা। ফ্লিপকার্ট এবং অ্যামাজনে বিক্রির জন্য উপলব্ধ স্মার্টওয়াচটি।
Huawei GT 5 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন
হুয়াওয়ে জিটি 5 প্রো স্মার্টওয়াচে আছে 466 x 466 পিক্সেল রেজোলিউশন সহ 1.43-ইঞ্চি AMOLED ডিসপ্লে। এতে রোটেটিং ক্রাউন সহ হোম বাটন এবং সাইড বাটন দেখা যাবে। এই ওয়াচে দারুণ সব হেলথ ফিচার উপস্থিত। যেমন অপটিক্যাল হার্ট রেট সেন্সর, ইসিজি সেন্সর, ডেপথ সেন্সর এবং টেম্পারেচার সেন্সর ইত্যাদি। এছাড়া এই স্মার্ট ঘড়িটি ইসিসি অ্যানালিসিস এবং স্লিপ অ্যানালিসিসের সুবিধা দেবে। আবার এই স্মার্টওয়াচে অ্যাকসিলরোমিটার সেন্সর, জাইরোস্কোপ সেন্সর, ব্যারোমিটার সেন্সর এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরও রয়েছে।
নতুন ঘড়িতে, কোম্পানি 100 টিরও বেশি স্পোর্টস মোড অফার করছে। বিশেষ বিষয় হল আপনি গল্ফ, ড্রাইভিং এবং ট্রেইল রানের মতো প্রো স্পোর্টস মোডগুলিও এতে পাবেন। হুয়াওয়ের এই নতুন ওয়াচ অ্যান্ড্রয়েড 9.0 এবং তার উপরের ওএস এবং আইওএস 13 এবং তার পরের ভার্সনে ব্যবহার করা যাবে।
কলিংয়ের জন্য এই ওয়াচে মাইক ও স্পিকারও পাওয়া যাবে। এটির ব্যাটারি লাইফ 14 দিন পর্যন্ত। তবে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার অন থাকলে এটি একবার চার্জে 5 দিন পর্যন্ত চলবে। 5ATM এবং IP69K রেটিং সহ আসা এই স্মার্টওয়াচে ব্লুটুথ 5.2, জিপিএস এবং এনএফসি এর মতো কানেক্টিভিটি অপশন আছে।