সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল iPad Air (2025), এবং ১১ তম প্রজন্মের iPad (2025)। গতকাল অর্থাৎ ১২ মার্চ বুধবার থেকে ভারতে এগুলোর সেল শুরু হয়েছে। ফিচারের কথা বললে, আইপ্যাড এয়ার ১১ ইঞ্চি এবং ১৩ ইঞ্চি স্ক্রিন সাইজে এসেছে। এতে অ্যাপল এম৩ চিপ ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, ১১ তম প্রজন্মেরআইপ্যাডে অ্যাপল এ১৬ চিপ এবং ১০.৯-ইঞ্চি স্ক্রিন পাওয়া যাবে। এতে ১২৮ জিবি স্টোরেজ অপশন রয়েছে।
অ্যাপল ভারতে আইপ্যাড এয়ার (২০২৫) মডেলটি ৫৯,৯০০ টাকায় লঞ্চ করেছে। এর ওয়াই-ফাই + সেলুলার মডেলও আছে, যার দাম ৭৪,৯০০ টাকা। ১৩ ইঞ্চি ওয়াই-ফাই মডেলের দাম ৭৯,৯০০ টাকা এবং ওয়াই-ফাই + সেলুলার মডেলের দাম ৯৪,৯০০ টাকা। এটি ব্লু, পার্পেল, স্পেস গ্রে এবং স্টারলাইট কালার অপশনে পাওয়া যাবে।
এদিকে অ্যাপল আইপ্যাড (২০২৫) ওয়াই-ফাই মডেলের দাম ৩৪,৯০০ টাকা। আর ওয়াই-ফাই + সেলুলার মডেলের দাম ৪৯,৯০০ টাকা। এই ট্যাবলেটটি ব্লু, পিঙ্ক, সিলভার এবং ইয়েলো কালারে এসেছে। এই দুই মডেল অ্যাপলের অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে।
ফিচারের কথা বললে, আইপ্যাড এয়ার (২০২৫) মডেলে ১১ ইঞ্চি লিকুইড রেটিনা এলসিডি ডিসপ্লে আছে। এর ১৩ ইঞ্চি মডেলও উপলব্ধ। এই আইপ্যাডটি অ্যাপল এম৩ চিপ এবং আইপ্যাডওএস ১৮ দ্বারা চালিচ। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ১১ ইঞ্চি মডেলে ২৮.৯৩ ওয়াট আওয়ার ব্যাটারি রয়েছে, আর ১৩ ইঞ্চি মডেলে ৩৬.৫৯ ওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। এতে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার সাপোর্ট করবে
আইপ্যাড (২০২৫) এর কথা বললে, এতে ১০.৯-ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে উপস্থিত। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৫০০ নিট পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে এ১৬ বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে। আগের মডেলের তুলনায় আইপ্যাড ৩০ শতাংশ দ্রুত বলে দাবি করা হয়েছে। এই আইপ্যাডে কোম্পানির অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারের সুবিধা নেই। এর ব্যাটারি ২৮.৯৩ ওয়াট আওয়ার।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.