আইকো গতকাল চীনা বাজারে নতুন iQOO 15 সিরিজের সাথে iQOO Pad 5e ট্যাবলেটটিও লঞ্চ করেছে। মিড-রেঞ্জে আসা এই ট্যাবটি শক্তিশালী প্রসেসর এবং দুর্দান্ত ডিসপ্লে সহ এসেছে। iQOO Pad 5e মডেলে আছে ২.৮কে এলসিডি ডিসপ্লে ও ১০,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন iQOO Pad 5e ট্যাবলেটের দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
নতুন আইকো প্যাড ৫ই ট্যাবলেটে পাওয়া যাবে ১২.০৫ ইঞ্চি ২.৮কে এলসিডি স্ক্রিন, যা ১৪৪ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এটি আরামদায়ক ভিউয়িং এক্সপেরিয়েন্সের জন্য ডিসি ডিমিং ব্যবহার করে। iQOO Pad 5e ট্যাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে ৮ জিবি/ ১২ জিবি/ ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি/ ৫১২ জিবি ইউএফএস স্টোরেজ যুক্ত। ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস ৫ কাস্টম স্কিনে চলে।
এদিকে iQOO Pad 5e ডিভাইসে তাপ নিয়ন্ত্রণের জন্য বিশাল ৩২,২০০ বর্গ মিলিমিটারের ৩ডি হিট ডিসিপেশন সিস্টেম আছে। ফটোগ্রাফির জন্য, ট্যাবটির পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং আর সামনের দিকে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
এছাড়া, iQOO Pad 5e মডেলে ইউএসবি টাইপ-সি অডিও সাপোর্ট, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট সহ চারটি স্পিকার মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ১০,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
iQOO Pad 5e এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৪,৬১৫ টাকা)। আর উচ্চতর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলগুলি পাওয়া যাচ্ছে ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৮,৩০৫ টাকা), ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩২,০০০ টাকা) এবং ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৭,০০০ টাকা) মূল্যে। এটি ইতিমধ্যেই চীনে কেনার জন্য উপলব্ধ, তবে ব্র্যান্ডটি বিশ্ব বাজারে এই ট্যাবলেটটি নিয়ে আসবে কিনা, সেসম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.