আপনি যদি সেল থেকে কম দামে নতুন Smart TV কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে সুখবর। আসলে সেল ছাড়াই এখন অ্যামাজনে JVC QLED টিভি সস্তায় কেনা যাচ্ছে। আপনি সংস্থার ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৬৫ ইঞ্চি পর্যন্ত টিভি মডেল সাশ্রয়ী মূল্যে বাড়ি আনতে পারবেন। ব্যাঙ্ক ডিসকাউন্টের পর JVC এর সবচেয়ে সস্তা স্মার্ট টিভির দাম পড়বে ১০,৪৯৯ টাকা। আসুন সংস্থার কোন টিভি কত দামে পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
JVC QLED TV বিপুল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে
- জেভিসি টিঢি মডেল নম্বর LT-32NQ3165C, একটি ৩২ ইঞ্চি টিভি, অ্যামাজনে এটি ব্যাঙ্ক অফার সহ ১০,৪৯৯ টাকায় উপলব্ধ।
- জেভিসি ৪৩ ইঞ্চি টিভিটি অ্যামাজনে ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ২১,৯৯৯ টাকায় কেনা যাবে।
- ৫৫ ইঞ্চি টিভিটি এখন ব্যাঙ্ক কার্ড অফার সহ ৩২,৪৯৯ টাকায় উপলব্ধ।
- জেভিসি টিভি মডেল নম্বর LT-50NQ7165C, একটি ৫০ ইঞ্চি টিভি, অ্যামাজনে ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট সহ মাত্র ২৬,৪৯৯ টাকায় কেনা যাবে।
- ৬৫ ইঞ্চি জেভিসি টিভি এই মুহূর্তে ব্যাঙ্ক অফার সহ ৪৪,৭৪৯ টাকায় উপলব্ধ।
JVC QLED TV এর ফিচার
জেভিসি কিউএলইডি টিভিগুলি এআই ভিশন সিরিজের অংশ। এদের রেজোলিউশন ৩৮৪০ x ২১৬০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই টিভিগুলি এইচডিআর সাপোর্ট করে। ডলবি অ্যাটমস সাউন্ড সহ আসা ডিভাইসগুলি ৮০-ওয়াট আউটপুটের সাথে ইমার্সিভ অডিও অভিজ্ঞতা দেয়
এগুলিতে গুগল টিভি, ইনবিল্ট ওয়াই-ফাই, গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ইউটিউব এবং জি৫ এর মতো জনপ্রিয় অ্যাপ সাপোর্ট করে। এদের কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৩টি এইচডিএমআই পোর্ট, ২টি ইউএসবি পোর্ট, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ইথারনেট, ব্লুটুথ ৫.০ এবং ইএআরসি সাপোর্ট। এগুলি ২ জিবি র্যাম ও ১৬ জিবি রম সহ এসেছে।