গ্যাজেট

অ্যামোলেড ডিসপ্লে সহ GPS সাপোর্ট, Lava আনল কম দামে সেরা স্মার্টওয়াচ

Published on:

Lava ProWatch V1 launched in india with gps amoled display price features

দেশীয় সংস্থা লাভা আজ ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ Lava ProWatch V1 লঞ্চ করল। এতে রয়েছে 1.85 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, অক্টাগোনাল (অষ্টভুজাকার) ফ্রেম এবং 2.5D জিপিইউ অ্যানিমেশন ইঞ্জিন। স্মার্টওয়াচটি ছয়টি ভিন্ন ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এদের দাম রাখা হয়েছে 3,000 টাকার কম। ওয়াচটি বেশ কিছু হেলথ মনিটরিং ফিচার সহ এসেছে। আসুন Lava ProWatch V1 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Lava ProWatch V1 এর দাম

লাভা প্রোওয়াচ V1 ছয়টি ভিন্ন ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। সিলিকন স্ট্র্যাপ সহ, এটি ব্ল্যাক নেবুলা, ব্লুইশ রোনিন, মিন্ট শিনোবি এবং পীচ হিকারির মতো কালারে পাওয়া যাবে, যার সবগুলির দাম 2,399 টাকা।

WhatsApp Community Join Now

আবার প্রিমিয়াম অনুভূতির জন্য 2,699 টাকা দামের পিচ হিকারি মেটাল ভ্যারিয়েন্টে রোজ গোল্ড মেটাল স্ট্র্যাপ রয়েছে। অন্যদিকে ব্ল্যাক নেবুলা মেটাল ভ্যারিয়েন্টের দাম 2,799 টাকা। এর সাথে দুই বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।

Lava ProWatch V1 এর স্পেসিফিকেশন

লাভা প্রোওয়াচ V1 ওয়াচে রয়েছে 1.85 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন 390×450 পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লেটি শক্তিশালী এবং স্ক্র্যাচ-প্রতিরোধী। এই ঘড়িটি রিয়েলটেক 8773 চিপসেট এবং ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি সহ এসেছে। এই ওয়াচে 2.5D জিপিইউ অ্যানিমেশন ইঞ্জিন উপস্থিত। নেভিগেশনের জন্য, এতে ফাংশনাল‌ রোটেটিং ক্রাউন রয়েছে। এতে একটি ফিজিক্যাল বাটনও দেওয়া হয়েছে।

লাভা প্রোওয়াচ V1 ওয়াচে আউটডোর অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের জন্য রয়েছে জিপিএস। এতে VC9213 পিপিজি সেন্সর পাওয়া যাবে, যা 110 টিরও বেশি স্পোর্টস মোডের সঠিক মেট্রিক্স অফার করবে। ধুলো এবং জল থেকে সুরক্ষা দিতে এতে IP68 রেটিং উপস্থিত, যার অর্থ এটি যেকোনো আবহাওয়ায় ব্যবহার করা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন