অঙ্কিতা মন্ডল, কলকাতা: Lava-এর সাব-ব্রান্ড ProWatch কিছুদিন আগে ভারতে ProWatch V1 লঞ্চ করেছিল। আজ থেকে Flipkart-এর মাধ্যমে এর সেল শুরু হয়েছে। এই স্মার্টওয়াচে আছে আধুনিক ডিজাইন, AMOLED ডিসপ্লে এবং উন্নত হেলথ ট্র্যাকিং ফিচার। এর পাশাপাশি, এটি IP68 রেটিং সহ এসেছে, যা একে জল এবং ধুলো থেকে রক্ষা করবে। সেলে স্মার্টওয়াচটি ডিসকাউন্টে কেনা যাবে।
Lava ProWatch V1 ব্ল্যাক নেবুলো, ব্লুয়িশ রনিন, মিন্ট শিনোবি এবং পিচি হিকারির মতো আকর্ষণীয় কালারে উপস্থিত। এর আসল দাম ২,৩৯৯ টাকা। তবে সেলে এটি মাত্র ১,৯৯৯ টাকায় কেনা যেতে পারে।
পিচি হিকারি মেটাল ভ্যারিয়েন্টের আসল মূল্য ২,৬৯৯ টাকা এবং এটি ২,২৯৯ টাকায় পাওয়া যাবে।
এদিকে ব্ল্যাক নেবুলা মেটাল ভ্যারিয়েন্টের মূল্য ২,৭৯৯ টাকা হলেও এটি ২,৩৯৯ টাকায় কেনা যাবে।
লাভা প্রোওয়াচ ভি১ ওয়াচে ১.৮৫-ইঞ্চি AMOLED ডিসপ্লে (৩৯০x৪৫০ পিক্সেল রেজোলিউশন) এবং কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Realtek 8773 চিপসেট। কানেক্টিভিটির জন্য এই স্মার্টওয়াচে আছে ব্লুটুথ ৫.৩।
কমপ্যাক্ট এবং স্টাইলিশ ডিজাইনের এই ওয়াচে GPS সাপোর্ট করে এবং এতে ১১০ টিরও বেশি স্পোর্টস মোড (যেমন রানিং, যোগা ইত্যাদি) পাওয়া যাবে। এই ঘড়িটি জল এবং ধুলো প্রতিরোধী (IP68 রেটিং) ডিজাইন অফার করে। ভালো গ্রাফিক্সের জন্য এতে ২.৫ডি জিপিইউ অ্যানিমেশন ইঞ্জিন দেওয়া হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.