লাভার নতুন স্মার্টওয়াচ Lava ProWatch X শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। আজ এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এই স্মার্টওয়াচে ভিও২ ম্যাক্স মেজারমেন্ট এবং বডি এনার্জি মনিটরিংয়ের মতো প্রিমিয়াম ফিচার থাকবে বলে জানানো হয়েছে। আবার এই স্মার্ট ঘড়ি আধুনিক ডিজাইন সহ আসবে এবং এটি বেশ কয়েকটি স্ট্র্যাপ সহ পাওয়া যাবে। আসুন Lava ProWatch X এর লঞ্চের তারিখ এবং সম্ভাব্য দাম জেনে নেওয়া যাক।
Lava ProWatch X এর লঞ্চের তারিখ, উপলব্ধতা
লাভা প্রোওয়াচ এক্স ১৫ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। ২১ ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্টের মাধ্যমে স্মার্টওয়াচটি কেনা যাবে।
Lava ProWatch X এর দাম
লাভা প্রোওয়াচ এক্স স্মার্টওয়াচটির দাম রাখা হতে পারে ৭,৫০০ টাকার কম। পোস্টারে ‘ফিট ৩৬০ ডিগ্রি সহ ভারতের প্রথম স্মার্টওয়াচ’ কথাটি ব্যবহার করা হয়েছে।
Lava ProWatch X এর ফিচার ও স্পেসিফিকেশন
টিজার অনুযায়ী, লাভা প্রোওয়াচ এক্স বৃত্তাকার ডায়াল সহ আসবে এবং এর ডান প্রান্তে দুটি বাটন থাকবে। লাভার প্রোওয়াচ এক্স হবে ফিট ৩৬০ ডিগ্রি সহ ভারতের প্রথম স্মার্টওয়াচ।
কার্ডিওভাসকুলার ফিটনেসের সঠিক তথ্য দেবে এই স্মার্টওয়াচ। সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাথলিট এবং ফিটনেস সচেতন ব্যক্তিদের জন্য এই ফিচার গুরুত্বপূর্ণ। আবার VO2 ম্যাক্স ট্র্যাকিং দৌড়ানো, সাইক্লিং বা ওয়ার্কআউটের মতো ক্রিয়াকলাপের সময় ডেটা দেখাবে। এই ঘড়িটি রিয়েল-টাইমে হার্ট রেট, স্ট্রেস লেভেল, স্লিপ মনিটরিং প্রভৃতি ফিচার অফার করবে।