Lenovo Idea Tab Pro জানুয়ারি মাসে কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে গ্লোবাল মার্কেটের জন্য লঞ্চ হয়েছিল। এবার ট্যাবটি ভারতেও পা রাখল। দারুণ ফিচার্সের সঙ্গে এসেছে এটি। ৬.৯ মিমি স্লিম বডি এই ট্যাবের অন্যতম বিশেষত্ব। এতে গুগল জেমিনি এআই, সার্কেল টু সার্চের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত বৈশিষ্ট্য পাওয়া যাবে। পাওয়ারফুল ১০,২০০ এমএএইচ ব্যাটারি ও ডলবি এটমোস সাপোর্ট সহ JBL স্পিকার ট্যাবটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। চলুন Lenovo Idea Tab Pro-র দাম সহ বিস্তারিত জেনে নেওয়া যাক।
লেনোভো আইডিয়া ট্যাব প্রো-তে ১২.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৩K রেজোলিউশন (২৯৪৪x ১৮২০ পিক্সেল) এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ট্যাবটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ প্রসেসর দ্বারা চালিত। সাথে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। ট্যাবে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম রয়েছে। সংস্থা দুই বছরের সিস্টেম আপগ্রেড ও চার বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
লেনোভো আইডিয়া ট্যাব প্রো-র রিয়ার প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে একটি ৮ মেগাপিক্সেল সেন্সর বর্তমান। এই ট্যাবলেটে ১০,২০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যায়, যা ৪৫ ওয়াট তারযুক্ত ফাস্ট চার্জিং সমর্থন করে। লেনোভো একটি স্টাইলাস পেন ও টু-ইন-ওয়ান কীবোর্ড কেস অফার করছে।
আইডিয়া ট্যাব প্রো-এর অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হল অডিও সেটআপ। এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ জেবিএল-এর কোয়াড স্পিকার সেটআপ রয়েছে। লেনোভো নিজস্ব প্রোডাক্টিভিটি টুলস রেখেছে নতুন এই মডেলে, যেমন ক্রস-ডিভাইস ফাইল শেয়ারিংয়ের জন্য শেয়ার হাব, পিসিতে মিরর করার জন্য অ্যাপ স্ট্রিমিং এবং ডিভাইসগুলির মধ্যে নিরবচ্ছিন্ন কপি-পেস্ট করার জন্য স্মার্ট ক্লিপবোর্ড।
লেনোভো আইডিয়া ট্যাব প্রো লুনা গ্রে কালারে লেনোভো ইন্ডিয়ার ওয়েবসাইট ও আমাজনে পাওয়া যাচ্ছে। এটির ৮ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। আর ১২ জিবি + ২৫৬ জিবি মডেলের মূল্য ৩০,৯৯৯ টাকা রাখা হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.