গ্যাজেট

বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরা যুক্ত ল্যাপটপ লঞ্চ করে চমকে দিল Lenovo, দাম কত জানেন

Published on:

lenovo-yoga-air-x-ai-yuanqi-edition-with-under-display-webcam-launched-specs-price

স্মার্টফোনে আন্ডার ডিসপ্লে ক্যামেরার চল অনেক বছর আগেই শুরু হয়েছে। এবার ল্যাপটপেও এই বৈশিষ্ট্য যুক্ত হল৷ বিশ্বের প্রথম আন্ডার-ডিসপ্লে ওয়েবক্যাম দিয়ে ল্যাপটপ লঞ্চ করে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে লেনোভো। চাইনিজ সংস্থার নতুন এই মডেলটির নাম Lenovo Yoga Air X AI Yuanqi এডিশন। ল্যাপটপটির ওজন মাত্র ১.২৩ কেজি। আন্ডার-ডিসপ্লে ওয়েবক্যাম, স্লিম ও লাইটওয়েট ডিজাইন ছাড়াও একাধিক চমক রয়েছে এই ডিভাইসে।

Lenovo Yoga Air X AI Yuanqi এডিশনের ফিচার্স ও স্পেসিফিকেশন

লেনোভোর এই ল্যাপটপে একটি ১৪ ইঞ্চি ৪K ওলেড টাচস্ক্রিন রয়েছে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ডলবি ভিশন সমর্থন করে এবং ১০০ শতাংশ এসআরজিবি, পি৩, এবং অ্যাডোবি আরজিবি কালার গ্যামাট কভার করে। নীল আলোর নির্গমন কমিয়ে চোখ রক্ষার জন্য টিইউভি রেইনল্যান্ড সার্টিফায়েড আই-কেয়ার প্রযুক্তি রয়েছে। ডিভাইসটির বিশেষত্ব হল ৩২ মেগাপিক্সেল আন্ডার-ডিসপ্লে ওয়েবক্যাম , যা উচ্চমানের ভিডিও কল প্রদানের পাশাপাশি পূর্ণ-স্ক্রিন অভিজ্ঞতা বজায় রাখে।

লেনোভোর নতুন ল্যাপটপ ইন্টেল কোর আল্ট্রা ৭ ২৫৮ ভি প্রসেসর দ্বারা চালিত। সাথে ১ টেরাবাইট পিসিআই জেন ৪ এসএসডি ও ৩২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম রয়েছে। প্রসেসরটি এআই-চালিত কাজগুলিকে উন্নত করে, এফিসিয়েন্সি বাড়ায়, এবং গ্রাফিক্সের কর্মক্ষমতা বৃদ্ধি করে। স্লিম ও লাইটওয়েট ডিজাইন সম্ভব হয়েছে মিনি মাদারবোর্ড ও স্থান অনুকূল করার জন্য একটি অতি-কম্প্যাক্ট কব্জার ব্যবহারে।

অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে, ৭৫ ওয়াট আওয়ার ব্যাটারি, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং, ডলবি অ্যাটমস, স্মার্ট এএমপি প্রযুক্তি ও এআই-চালিত নয়েজ রিডাকশন সমন্বিত ১০ ওয়াটের কোয়াড স্পিকার সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং রিয়েল টাইম ভয়েস রিকগনিশন, এআই ট্রান্সলেশন, ও ডকুমেন্ট সামারির মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স।

Lenovo Yoga Air X AI Yuanqi এডিশনের দাম

Lenovo Yoga Air X AI Yuanqi এডিশন চীনে ৩২ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। দাম ১৪,৯৯৯ ইউয়ান রাখা হয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,৮০,০০০ টাকা। এটি ভারত বা গ্লোবাল মার্কেটে কবে লঞ্চ হবে এখনও জানা যায়নি।