নতুন কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড Lumio ভারতের স্মার্ট টিভির বাজারে এন্ট্রি নিল। সংস্থাটি আজ Lumio Vision 7 ও Lumio Vision 9 সিরিজের টিভি এনেছে। এই দুটি সিরিজের অধীনে ৪৩, ৫০ ও ৫৫ ইঞ্চি সাইজের টিভি লঞ্চ হয়েছে। ব্র্যান্ডের তরফে বলা হয়েছে যে, তাদের লক্ষ্য ধীরগতির ও ল্যাগি ইন্টারফেসের সমস্যাকে চিরতরে বিদায় জানানো।
Lumio Vision 7 সিরিজের ৪৩ ইঞ্চি টিভির মূল্য রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা, ৫০ ইঞ্চির দাম ৩৪,৯৯৯ টাকা এবং ৫৫ ইঞ্চির দাম ৩৯,৯৯৯ টাকা। অন্যদিকে, Lumio Vision 9 সিরিজের ৫৫ ইঞ্চি টিভির দাম ৫৯,৯৯৯ টাক। এই স্মার্ট টিভিগুলি ২৩ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত Amazon.in থেকে প্রি-অর্ডার করা যাবে। যারা এই সময়ে প্রি-অর্ডার করবেন, তারা ৩ বছরের অতিরিক্ত ওয়ারেন্টি পাবেন।
Lumio Vision 9 সিরিজের টিভিতে আছে ৪কে QD-মিনি এলইডি ডিসপ্লে, যার সাথে রয়েছে ১৯২০টি মিনি এলইডি ও কোয়ান্টাম ডট এনহ্যান্সমেন্ট লেয়ার। এই ডিসপ্লে ৯০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। এতে রয়েছে ডলবি ভিশন সাপোর্ট, যা দারুণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দেয়।
অন্যদিকে, Vision 7 সিরিজে পাওয়া যাবে ৪কে QLED প্যানেল, কোয়ান্টাম ডট টেকনোলজি ও ব্লু এলইডি ব্যাকলাইট। এই টিভিগুলিতে গুগল টিভি (অ্যান্ড্রয়েড ১১) প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ৪ লক্ষেরও বেশি সিনেমা-সিরিজ এবং ১০,০০০-এর বেশি অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন। এতে গুগল কাস্ট, ভার্চুয়াল রিমোট ও স্ক্রিনসেভার হিসেবে গুগল ফটোজ-এর সাপোর্টও রয়েছে।
সাউন্ডের জন্য Vision 9 টিভিতে আছে ২৪ ওয়াট সাউন্ড আউটপুট এবং Vision 7-এর ৫০ ও ৫৫ ইঞ্চি মডেলে পাওয়া যাবে ৩০ ওয়াট স্পিকার।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.