মোটোরোলার ডবল ধামাকা, ভারতে আসছে Moto Pad 60 Pro ট্যাব ও Moto Book 60 ল্যাপটপ

মোটোরোলা আগামী 15 এপ্রিল ভারতে লঞ্চ করতে চলেছে Motorola Edge 60 Stylus। ইতিমধ্যে ফ্লিপকার্টে এই ফোনের ল্যান্ডিং পেজ লাইভ হয়ে গেছে এবং এখান থেকে ডিভাইসটির ফিচার প্রকাশ করা হয়েছে। তবে এখানেই থেমে থাকেছে না মোটোরোলা। কোম্পানিটি আরও ঘোষণা করেছে যে আগামী 17 এপ্রিল ভারতে Moto Pad 60 Pro এবং Moto Book 60 ডিভাইস দুটিও আনা হবে। এই দুটি ডিভাইসেরও ফিচার সহ মাইক্রোসাইট ইতিমধ্যেই ফ্লিপকার্টে লাইভ হয়েছে। আসুন এদের সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Moto Pad 60 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন
মোটো প্যাড 60 প্রো ট্যাবলেটে আছে 12.7 ইঞ্চি 3K রেজোলিউশনের এলসিডি ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এতে রয়েছে 10200mAh ব্যাটারি, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে। অডিওর জন্য এতে JBL টিউনড কোয়াড স্পিকার উপস্থিত। এর সাথে থাকছে Moto Pen Pro স্টাইলাস।
Motorola Pad 60 Pro will launch in India on April 17, 2025.
Specifications
📱 12.7″ 3K display
144Hz refresh rate
🔳 MediaTek Dimensity 8300 chipset
🍭 Android 15
📸 10200mAh battery
⚡ 45 watt wired charging
🔊 Quad JBL speakers (four)
– Moto Pen Pro included in the box… pic.twitter.com/x8VheCNd0d— Abhishek Yadav (@yabhishekhd) April 11, 2025
Moto Book 60 এর স্পেসিফিকেশন
মোটো বুক 60 হবে ভারতে লঞ্চ হওয়া মোটোরোলার প্রথম ল্যাপটপ। এটি হালকা ওজনের ল্যাপটপ (মাত্র 1.4 কেজি) হবে, যেখানে পাওয়া যাবে 14 ইঞ্চির OLED ডিসপ্লে, যা 2.8K রেজোলিউশন ও 500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ল্যাপটপে থাকতে পারে ইন্টেল কোর 7 প্রসেসর, 60Wh ব্যাটারি ও 60W USB-C চার্জিং সুবিধা। অডিওর জন্য এতে Dolby Atmos সাপোর্ট সহ ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হতে পারে। এটি পাওয়া যাবে দুইটি রঙে – ব্লু এবং ব্রোঞ্জ গ্রীন।
Motorola Book 60 to launch in India on April 17, 2025.
Specifications.
💻 14″ 2.8K OLED display 500nits brightness
🔳 Intel core 7 processor
🔋 60Wh battery
⚡ 65 watt charging
– Smart connect, file transfer, smart clipboard (phone & tablet seamless connectivity)
🔊 Dual stereo… pic.twitter.com/E4I2RM0eki— Abhishek Yadav (@yabhishekhd) April 11, 2025
দাম
Moto Pad 60 Pro এবং Moto Book 60 ডিভাইসগুলির ফিচার সামনে এলেও এদের দাম সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে মোটোরোলার নতুন এই তিনটি ডিভাইস বাজারে প্রতিযোগিতামূলক মূল্যে আসবে এবং ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে।