৭ দিনের ব্যাটারি ব্যাকআপ সহ Moto Watch ভারতে লঞ্চ হচ্ছে ২৩ জানুয়ারি

২৩ জানুয়ারি ভারতীয় বাজারে একসঙ্গে দুটি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে Motorola। এরমধ্যে একটি Motorola Signature স্মার্টফোন, অন্যটি Moto Watch স্মার্টওয়াচ। কোম্পানি ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে। আজ আবার এর কিছু মুখ্য বৈশিষ্ট্য সামনে আনা হয়েছে। জানানো হয়েছে যে, Moto Watch ফুল চার্জে ৭ দিন পর্যন্ত চলবে। আর এতে ওএলইডি ডিসপ্লে থাকবে।
Moto Watch এর ফিচার
নতুন Moto Watch মডেলে থাকবে ১.৪ ইঞ্চি OLED ডিসপ্লে। স্ক্রিনের সুরক্ষার জন্য ব্যবহার করা হবে কর্নিং গরিলা গ্লাস ৩। ফলে দৈনন্দিন ব্যবহারে স্ক্র্যাচ বা ছোটখাটো ধাক্কা লাগলে সমস্যা হবে না।
এছাড়া এতে পাওয়া যাবে স্টেপ কাউন্ট, স্লিপ মনিটারিং, স্ট্রেস লেভেল, হার্ট রেট এবং ব্লাড অক্সিজেন মনিটরিং ইত্যাদি ফিচার। মজার বিষয় হল, এই ডেটা ট্র্যাকিংয়ের জন্য পোলারের প্রযুক্তি ব্যবহার করা হবে। পোলার নামটি ফিটনেস ও হার্ট রেট সেন্সরের দুনিয়ায় যথেষ্ট পরিচিত।
আবার মোটো ওয়াচে থাকবে ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য IP68 রেটিং। পাশাপাশি ১ এটিএম প্রেশার রেটিং থাকায় হালকা বৃষ্টিতে ভিজলেও সমস্যা হবে না। ব্যাটারি লাইফের কথা বললে, ফুল চার্জে এটি টানা সাত দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছে মোটোরোলা।
আউটডোর ওয়ার্কআউটের জন্য এতে ডুয়াল ফ্রিকোয়েন্সি জিপিএস দেওয়া হবে, যা ট্র্যাকিং আরও নির্ভুল করবে। ডিজাইনের কথা বললে এই ওয়াচে রয়েছে ৪৭ মিমি গোল ডায়াল, স্যান্ড-ব্লাস্টেড অ্যালুমিনিয়াম ফ্রেম এবং স্টেনলেস স্টিল ক্রাউন।
এর অন্যান্য ফিচারের মধ্যে থাকবে হ্যান্ডস-ফ্রি কলিং, নোটিফিকেশন অ্যালার্ট, বিল্ট-ইন মাইক, স্পিকার এবং মোটো AI ফিচার। এটি ম্যাট ব্ল্যাক ও ম্যাট সিলভার কালার অপশনে পাওয়া যাবে।
লঞ্চের পর Moto Watch বিক্রি হবে Flipkart, motorola.in এবং অফলাইন স্টোর থেকে। যদিও এর দাম এখনও সামনে আসেনি। মূল্য জানার জন্য আমাদের লঞ্চের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

