এক চার্জে চলবে 50 ঘন্টা, Noise Air Buds 6 ইয়ারবাডস ভারতে ANC ফিচার সহ লঞ্চ হল

নয়েজ আজ ভারতে Noise Air Buds 6 লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে 3,000 টাকার কম । ভালো সাউন্ড কোয়ালিটি এবং ডিপ বেসের জন্য এই ইয়ারবাডসে আছে 12.4mm ড্রাইভার। ফুল চার্জে এটি 50 ঘণ্টা ব্যাটারি লাইফ দেবে। আসুন Noise Air Buds 6 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Noise Air Buds 6 এর ভারতে দাম
নয়েজ এয়ার বাডস 6 পাওয়া যাচ্ছে 2,999 টাকায়। বাডস তিনটি কালারে এসেছে: পেবল গ্রে, সেজ ব্লু এবং চারকোল ব্ল্যাক। আগামীকাল gonoise.com, Amazon.in ও Flipkart.com থেকে পাওয়া যাবে এই ইয়ারবাডস। আপনি আজ থেকে 399 টাকায় এই ইয়ারবাডস প্রি-বুক করতে পারবেন।
Noise Air Buds 6 এর ফিচার ও স্পেসিফিকেশন
নয়েজ এয়ার বাডস 6 এর বাডগুলি আইপিএক্স5 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে। এই ইয়ারবাডস 32 ডিবি পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) এবং মোট 50 ঘন্টা পর্যন্ত প্লেটাইম অফার করে। আবার এর ইন্সটাচার্জ প্রযুক্তি মাত্র 10 মিনিটের চার্জে 150 মিনিট গান শুনতে দেয়।
আবার নয়েজ এয়ার বাডস 6 গেমারদের জন্য 50 এমএস আল্ট্রা-লো ল্যাটেন্সি এবং মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি অফার করবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে গুগল ফাস্ট পেয়ারিং, ইন-ইয়ার ডিটেকশন এবং শর্টকাট অ্যাকশন বাটন।