গ্যাজেট

সেরা সাউন্ড দেবে Noise Master Buds, বোসের সাথে হাত মেলালো নয়েজ

Published on:

Noise master buds launch date india confirmed bose

আপনি যদি দুর্দান্ত সাউন্ডের ইয়ারবাড কিনতে চান তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করুন। কারণ ভারতীয় ব্র্যান্ড নয়েজ একাধিক ইয়ারবাড বাজারে আনতে চলেছে। এর মধ্যে একটি ইয়ারবাড বোসের সহযোগিতায় তৈরি করা হচ্ছে। এর নাম থাকবে Noise Master Buds। এর লঞ্চের তারিখও নিশ্চিত করা হয়েছে। আসুন এই ইয়ারবাডস সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Noise Master Buds লঞ্চ হচ্ছে এই তারিখে

নয়েজ মাস্টার বাডস এর জন্য অ্যামাজনে একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। তবে এখান থেকে ডিভাইসটির কোনো স্পেসিফিকেশন জানা যায়নি। কেবল জানানো হয়েছে, ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টায় ভারতের বাজারে লঞ্চ হবে এটি এবং একই দিনে এর প্রি-বুকিংও শুরু হবে।

Noise Master Buds এর কেসে এলইডি লাইট থাকবে

মাইক্রোসাইটে Noise Master Buds ইয়ারবাডের এক ঝলক দেখা গেছে। ইয়ারবাডটি গ্রে কালার অপশনে আসবে। আর এর কেসে এলইডি লাইট দেওয়া হবে। এছাড়াও, এই আসন্ন ইয়ারবাড সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। তবে আশা করা হচ্ছে যে এই ইয়ারবাডটি রিফ্রেশ ডিজাইনের সাথে আসবে এবং ইমার্সিভ সাউন্ড এবং হাই-ফিডেলিটি অডিও অফার করবে।

উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি Noise Buds UN লঞ্চ করবে সংস্থাটি। এই ইয়ারবাডের মাইক্রোসাইটটি ইতিমধ্যে ফ্লিপকার্টে লাইভ হয়েছে। এটি ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালার অপশনে আসবে। ইয়ারবাডটি স্নাগ ফিট ডিজাইন অফার অরবে। এর কেসে লেদার ফিনিশ দেখা যাবে। এর চার্জিং কেসে টাইপ-সি পোর্ট থাকবে।