মনসুন সেলে ৭০০০ টাকা ডিসকাউন্টে OnePlus Pad Go এবং OnePlus Pad 2 ট্যাবলেট, কেনার সেরা সুযোগ

আপনি যদি পড়াশোনার জন্য বা অফিসের কাজ সামলাতে অথবা বিনোদনের জন্য নতুন ট্যাব খোঁজ করে থাকেন, তাহলে এই সময় কিনে নিতে পারেন। আসলে ওয়ানপ্লাস ও অ্যামাজন এই মুহূর্তে দুর্দান্ত সেল নিয়ে হাজির হয়েছে, যেখানে OnePlus-এর জনপ্রিয় ট্যাবলেটগুলি কম দামে পাওয়া যাবে। এক্ষেত্রে, OnePlus-এর নিজস্ব ওয়েবসাইট (oneplus.in) এবং অফিশিয়াল স্টোরগুলিতে ১০ জুলাই থেকে শুরু হচ্ছে মনসুন সেল। অন্যদিকে, Amazon-এর Prime Day সেল শুরু হবে ১২ জুলাই। এই দুই সেলে OnePlus Pad Go এবং OnePlus Pad 2 ট্যাবলেট কেনা যাবে ৭০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে।

OnePlus Pad Go কত দামে কেনা যাবে

যারা বাজেটের মধ্যে ভালো ট্যাবলেট কিনতে চাইছেন, তাদের জন্য ওয়ানপ্লাস প্যাড গো ভালো অপশন। এর ওয়াই-ফাই ভ্যারিয়েন্ট এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১৪,৯৯৯ টাকায়, এর সাথে ২,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলবে।

আবার এর এলটিই ভ্যারিয়েন্ট এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মিলবে ১৫,৪৯৯ টাকায়, এর সাথে থাকছে ২,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অতিরিক্ত ১,০০০ টাকা স্টুডেন্ট অফার।

আর যদি বেশি স্টোরেজ চান, তাহলে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি এলটিই মডেল মিলবে মাত্র ১৭,৪৯৯ টাকায়, এর সাথেও ব্যাঙ্ক এবং স্টুডেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

জানিয়ে রাখি, ওয়াই-ফাই মডেলের আসল দাম ছিল ১৯,৯৯৯ টাকা। ১২৮ জিবি এলটিই মডেল লঞ্চ হয়েছিল ২১,৯৯৯ টাকায়, আর ২৫৬ জিবি এলটিই ভ্যারিয়েন্টের দাম ছিল ২৩,৯৯৯ টাকা।

OnePlus Pad 2 কিনুন অনেক সস্তায়

ওয়ানপ্লাস প্যাড ২ এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি ওয়াই-ফাই মডেল পাওয়া যাচ্ছে ৩২,৯৯৯ টাকায়। তবে সেলে এটি ৩,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ফ্রি Stylus 2 সহ কেনা যাবে। একই অফার সহ এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ওয়াই-ফাই ভ্যারিয়েন্ট মিলবে ৩৫,৯৯৯ টাকায়।

প্রসঙ্গত, ওয়ানপ্লাস প্যাড ২ এর এই দুটি মডেলের আসল দাম ছিল যথাক্রমে ৩৯,৯৯৯ টাকা এবং ৪২,৯৯৯ টাকা। অর্থাৎ ৭,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

মনে রাখবেন সেল উপলক্ষে এই অফার পাওয়া যাবে। স্টুডেন্টদের দেওয়া হবে অতিরিক্ত ডিসকাউন্ট, সঙ্গে থাকছে এক্সচেঞ্জ বোনাস আর ব্যাঙ্ক অফার।