৬০০০ টাকা ডিসকাউন্ট, দাম কমলো OnePlus এর দুটি ট্যাবলেটের, এখান থেকে অর্ডার করুন

নতুন OnePlus ট্যাবলেট আসার আগে ভারতে দুর্দান্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে OnePlus-এর পুরানো মডেলগুলো। তাই যারা এই মুহূর্তে একটি ট্যাবলেট কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা সময়। ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে OnePlus Pad Go এবং OnePlus Pad 2 মডেল দুটি বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে। চলুন এদের উপর কি কি অফার আছে দেখে নেওয়া যাক।

OnePlus Pad Go ট্যাবলেটের উপর সেরা ডিল

ওয়ানপ্লাস প্যাড গো ট্যাবের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন ইন্ডিয়ায় ১৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। তবে কুপন ডিসকাউন্টে আরও ১,০০০ টাকা ও ব্যাঙ্ক অফারে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। সমস্ত অফারের পরে এটি মাত্র ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে, যেখানে এর আসল দাম ছিল ১৯,৯৯৯ টাকা। অর্থাৎ মোট ৬,০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে।

ফিচারের কথা বললে, এই ট্যাবে আছে ১১.৩৫ ইঞ্চির স্ক্রিন, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট। ছবি ও ভিডিওর জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের রিয়ার ও সেলফি ক্যামেরা। এই ট্যাবে পাওয়ার ব্যাকআপের জন্য ৮০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে‌।

OnePlus Pad 2 কম দামে কেনার দারুন সুযোগ

যারা দুর্দান্ত পারফরম্যান্সের ট্যাব খোঁজ করছেন তারা OnePlus Pad 2 কিনতে পারেন। এই ট্যাবের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনে ৩৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার কুপন ডিসকাউন্টে ১,০০০ টাকা ও ব্যাঙ্ক অফারে আরও ২,০০০ টাকা ছাড় রয়েছে। অর্থাৎ এটি ৩৩,৯৯৯ টাকায় নিজের করা যাবে। এর আসল দাম ৩৯,৯৯৯ টাকা, অর্থাৎ মোট ৬,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

এই ট্যাবের স্পেসিফিকেশনের মধ্যে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটসহ ১২.১ ইঞ্চির ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট, ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া, এতে পাওয়া যাবে ৯৫১০ এমএএইচ ব্যাটারি, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৬টি স্পিকার।