আগামী 7 জানুয়ারি ওয়ানপ্লাস ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন OnePlus 13 ও OnePlus 13R। এর পাশাপাশি ওই দিনে OnePlus Watch 3 বাজারে আসতে পারে। লঞ্চের আগেই এই ওয়াচের বিশেষ বিশেষ ফিচার ফাঁস করেছে অ্যান্ড্রয়েড অথরিটি। রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টওয়াচে ইসিজি ট্র্যাকিং, রিস্ট টেম্পারেচার ট্র্যাকিং এবং 60 সেকেন্ড হেলথ চেকআপ এল মতো দুর্দান্ত ফিচার থাকবে।
ইসিজি ট্র্যাকিং
ওয়ানপ্লাস ওয়াচ 3 ওয়াচ ব্যবহারকারীরা OHealth অ্যাপের মাধ্যমে ইসিজি ট্র্যাকিং ফিচারটি ব্যবহার করতে পারবেন। এটি Afib, PVC এবং অস্বাভাবিক হার্ট রেট পর্যবেক্ষণ করবে। ফোনে এই ফিচার ব্যবহার করতে বাড়তি কিছু ফিচারের প্রয়োজন হবে, তবে তা সরাসরি ওয়াচে পাওয়া যাবে।
60 সেকেন্ড হেলথ চেকআপ
ওয়ানপ্লাস ওয়াচ 3 স্মার্টওয়াচের এই ফিচার দারুণ কাজে আসবে। এটি 60 সেকেন্ডের মধ্যে ব্যবহারকারীর হার্ট হেলথ, ব্লাড সার্কুলেশন এবং ঘুমের সময় নাক ডাকা ইত্যাদি কার্যকলাপ স্ক্যান করতে পারবে। এর জন্য ওয়াচটি ব্লাড অক্সিজেন লেভেল, ইসিজি মেজারমেন্ট এবং ভাস্কুলার এজ এর মতো হেলথ ইন্ডিকেটর ব্যবহার করবে।
হাতের কব্জির মাধ্যমে টেম্পারেচার মাপা
ওয়ানপ্লাসের এই ওয়াচে আপনি হাতের কব্জির মাধ্যমে তাপমাত্রা মাপার ফিচার পাবেন। এই রিডিং পেতে ব্যবহারকারীদের কমপক্ষে ৫ রাত এই ঘড়ি পরে থাকতে হবে।
হেলথ ইনসাইট পাওয়া যাবে
ওয়ানপ্লাস তাদের কম্প্যানিয়ন অ্যাপে একটি হেলথ ট্যাব আনতে যাচ্ছে। যেখানে থাকবে হেলথ ইনসাইট ও হেলথ জার্নির অপশন। হেলথ ইনসাইট ব্যবহারকারীদের হেলথ ট্রেন্ড সম্পর্কে জানাবে। আবার হেলথ জার্নি স্লিপিং, স্টেপ এবং ওয়ার্কআউটের মতো গুরুত্বপূর্ণ দৈনন্দিন ঘটনা সম্পর্কে তথ্য দেবে।
OnePlus Watch 3 এর অন্যান্য ফিচারের কথা বললে, এতে 2 জিবি র্যাম, 32 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। এই ওয়াচ স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ চিপসেটে কাজ করবে। এতে পাওয়া যাবে 500mAh ব্যাটারি।