Oppo এপ্রিলে জোড়া চমক নিয়ে হাজির হতে চলেছে। Find X8 Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি লেটেস্ট Pad Pro 4 ট্যাবলেট লঞ্চ করবে তারা। বিখ্যাত চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছে যে Oppo Pad Pro 4 প্রথম ট্যাব হবে যা Qualcomm এর পাওয়ারফুল Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা পরিচালিত হবে। ফলে পূর্বসূরী Pad 3 Pro-এর তুলনায় পারফরম্যান্সের ক্ষেত্রে উল্লেখযোগ্য আপগ্রেড প্রদান করবে।
Pad 3 Pro গত বছর অক্টোবরে Find X8 সিরিজের সাথে লঞ্চ হয়েছিল, ফলে উত্তরসূরী মডেলটি তার মাত্র ছয় মাস পরে বাজারে আসতে চলেছে। মজার বিষয় হল, এই Pad 3 Pro আসলে একটি রি-ব্র্যান্ডেড OnePlus Pad 2 ছিল, যা Snapdragon 8 Gen 3 প্রসেসর এবং ১২.১ ইঞ্চি আইপিএস ডিসপ্লে অফার করে। আপকামিং Oppo Pad 4 Pro আরও শক্তিশালী চিপসেটের সাহায্য কর্মক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
Oppo Pad 4 Pro-এর পরে স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Pad 4 আসতে পারে, যার সাথে মিড-রেঞ্জ OnePlus Pad 3-এর সাথে কিছু মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, Oppo Pad 3 কিন্তু Pad 3 Pro-এর এক মাস পরে লঞ্চ করা হয়েছিল, যা Pro মডেলের থেকে সামান্য ছোট এবং অনেক হালকা (৫৩ গ্রাম কম)। দুই ট্যাবলেটেই Dimensity 8350 প্রসেসর বর্তমান। ওপ্পোর নতুন ট্যাবলেট সম্পর্কে শীঘ্রই আরও তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, Oppo Find X8 Ultra ফ্ল্যাগশিপের সবচেয়ে বড় আকর্ষণ হল Hasselblad ব্র্যান্ডেড কোয়াড ক্যামেরা সিস্টেম। এছাড়া, ফোনটিতে ৬.৮ ইঞ্চি ওলেড ডিসপ্লে, ২K রেজোলিউশন, ট্যাবের মতো Snapdragon 8 Elite প্রসেসর, ৮০ ওয়াট তারযুক্ত (ওয়্যার্ড) এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি পাওয়া যাবে বলে আশা করা যায়।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.