Oppo Watch S আন্তর্জাতিক বাজারে ১০ দিনের ব্যাটারি, AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল

ওপ্পো সম্প্রতি তাদের নতুন স্মার্টওয়াচ Oppo Watch S গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। গত সপ্তাহে এই লঞ্চের ইঙ্গিত মিলেছিল, আর এবার অপেক্ষার অবসান হল। কোম্পানির দাবি অনুযায়ী, ফুল চার্জে ঘড়িটি টানা ১০ দিন চলবে। এর সাথে এই ওয়াচে AMOLED ডিসপ্লে, ১০০টিরও বেশি স্পোর্টস মোড, 5ATM এবং IP68 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং পাওয়া যাবে। এটি দুটি কালার অপশনে বাজারে এসেছে।
Oppo Watch S এর স্পেসিফিকেশন ও ফিচার
Oppo Watch S ওয়াচে আছে ১.৪৬ ইঞ্চির গোল AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ৪৬৪x৪৬৪ পিক্সেল, ব্রাইটনেস সর্বোচ্চ ৩০০০ নিটস পর্যন্ত। এতে স্টেইনলেস স্টিলের গোল ডায়াল, পাশে ক্রাউন ও আলাদা নেভিগেশন বাটন পাওয়া যাবে।
এই স্মার্টওয়াচে পারফরম্যান্সের জন্য BES2800BP চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি কালারওএস ওয়াচ ৭.১ কাস্টম স্কিন, ৪ জিবি স্টোরেজ সহ এসেছে। ওয়াচটি অ্যান্ড্রয়েড ৯ বা তার উপরের, আর আইওএস ১৪ বা তার নতুন ভার্সনের ফোনের সাথে কাজ করবে। এতে ছোট ভিডিও প্লেব্যাক কন্ট্রোল এবং ক্যামেরা রিমোট কন্ট্রোলের মতো ফিচারও দেওয়া হয়েছে।
হেলথ ট্র্যাকিংয়ের কথা বললে, Oppo Watch S ওয়াচে ১০০টিরও বেশি স্পোর্টস মোড উপস্থিত। এরমধ্যে আছে রানিং, সাইক্লিং, সুইমিং থেকে শুরু করে রোয়িং। AI স্পোর্টস কোচিং ফিচারও পাওয়া যাবে। সাথে মিলবে এইট চ্যানেল অপটিক্যাল হার্ট রেট সেন্সর, ১৬-চ্যানেল SpO2 সেন্সর, ইসিজি ইত্যাদি। এছাড়া আছে ফল ডিটেকশন, মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকিং, ডেইলি অ্যাক্টিভিটি রিমাইন্ডারের সুবিধা।
এই স্মার্ট ঘড়িতে ৩৩৯এএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, একবার ফুল চার্জে এটি ১০ দিন পর্যন্ত চলবে। তবে অলওয়েজ অন ডিসপ্লে চালু থাকলে প্রায় ৪ দিন ব্যাকআপ মিলবে। আর এটি ফুল চার্জ হতে সময় নেবে প্রায় ৯০ মিনিট।
এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ব্লুটুথ ৫.২, ডুয়াল-ব্যান্ড জিপিএস (এল১ + এল৫), গ্যালিলিও, গ্লোনাস, এনএফসি। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য 5ATM এবং IP68 রেটিং দেওয়া হয়েছে।
কালার অপশন ও দাম
Oppo Watch S এর বক্সের ভেতরে পাওয়া যাবে ঘড়ি, স্ট্র্যাপ, চার্জিং কেবল, ইউজার গাইড আর ওয়ারেন্টি বুকলেট। এটি ফ্যান্টম ব্ল্যাক ও সিলভার গ্লিম কালার অপশনে এসেছে। তবে দাম ও বাজারে কবে থেকে এটি পাওয়া যাবে সেটা এখনও জানা যায়নি।

