লাভার স্মার্টওয়াচ অ্যাক্সেসরিজ সাব-ব্র্যান্ড প্রোওয়াচ ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ Lava ProWatch X লঞ্চ করল। এই স্মার্ট ঘড়িতে আছে বড় অ্যামোলেড ডিসপ্লে, গরিলা গ্লাস প্রোটেকশন, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং হেলথ মনিটরিং ফিচার। চলুন জেনে নেওয়া যাক নতুন এই স্মার্টওয়াচের দাম ও ফিচার সম্পর্কে…
Lava ProWatch X এর দাম, অফার এবং প্রথম সেল
লাভা প্রোওয়াচ এক্স এর দাম রাখা হয়েছে ৪,৪৯৯ টাকা। এটি তিনটি স্ট্র্যাপ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – সিলিকন, নাইলন এবং মেটাল। স্মার্টওয়াচটি ২ বছরের ওয়ারেন্টি সহ পাওয়া যাবে।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত লাভা প্রোওয়াচ এক্স প্রি-অর্ডার করা যাবে। এই সময় সমস্ত ব্যাঙ্ক কার্ডে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এর সেল শুরু হবে ২১ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে। ফ্লিপকার্ট থেকে এটি অর্ডার করা যাবে।
Lava ProWatch X স্মার্টওয়াচের ফিচার ও স্পেসিফিকেশন
লাভা প্রোওয়াচ এক্স-এ আছে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যার রেজোলিউশন ৪৬৬×৪৬৬ পিক্সেল, ব্রাইটনেস লেভেল ৫০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। এতে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার উপস্থিত। এর ফ্রেম হালকা ওজনের অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি। এই স্মার্টওয়াচে ১১০ টিরও বেশি কাস্টমাইজেবল ওয়াচ ফেস সাপোর্ট করে।
প্রোওয়াচ এক্স একাধিক হেলথ ফিচার সহ এসেছে। এই স্মার্ট ঘড়িতে VO2 ম্যাক্স মেজারমেন্ট, বডি এনার্জি মনিটর এবং কার্ডিওভাসকুলার ডেটার জন্য এইচআরভি ট্র্যাকিং অন্তর্ভুক্ত আছে। এতে ১১০ টিরও বেশি স্পোর্টস মোডও উপলব্ধ।
লাভার দাবি, ProWatch X ফুল চার্জে ৮ থেকে ১০ দিন ফুল চার্জে চলবে। আবার এটি ৫ ঘণ্টা ব্লুটুথ কলিং এবং ১৭ ঘণ্টা জিপিএস ব্যবহার করতে দেবে। ইনবিল্ট জিপিএস সহ আসা এই ওয়াচে ধুলো এবং জল প্রতিরোধী IP68 রেটিং আছে। সংস্থাটি এও জানিয়েছে যে এটি ৩০ মিনিটের ধরে ১.৫ মিটার গভীর জলে থাকলেও নষ্ট হবে না।
এই স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং সাপোর্ট করবে এবং এতে ১০টি কন্টাক্ট সেভ করা যাবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ফাইন্ড মাই ওয়াচ এন্ড ফোন, উইমেন হেলথ ট্র্যাকিং, কুইক অ্যান্সার, পোমোডোরো টাইমার।