Redmi Pad 2 Pro 5G First Sale: আজ বিক্রি শুরু রেডমির নতুন ট্যাবের

Redmi Pad 2 Pro 5G এর প্রথম সেল আজ ১২ জানুয়ারি শুরু হতে চলেছে। Amazon এবং Xiaomi-এর অফিসিয়াল অনলাইন স্টোর থেকে ট্যাবটির বিক্রি শুরু হবে। ক্রেতারা এই সেলে বিশেষ লঞ্চ অফারের সুবিধা পাবেন। এটি সিলভার ও গ্রে কালার অপশন সহ পাওয়া যাবে। যারা বড় স্ক্রিন ও শক্তিশালী ব্যাটারির ট্যাব চাইছেন তারা Redmi Pad 2 Pro 5G বেছে নিতে পারেন।
Redmi Pad 2 Pro 5G এর দাম ও ব্যাঙ্ক অফার
রেডমি প্যাড ২ প্রো এর ওয়াই-ফাই অনলি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। একই কনফিগারেশন সহ ওয়াই-ফাই + 5G মডেলের দাম ২৫,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ ওয়াই-ফাই + 5G ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা।
লঞ্চ অফার হিসেবে অ্যাক্সিস ব্যাঙ্ক, এসবিআই ও আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ২,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
Redmi Pad 2 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ কাস্টম স্কিন চালিত Redmi Pad 2 Pro 5G মডেলে পাঁচ বছরের ওএস আপগ্রেড এবং সাত বছর ধরে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। সঙ্গে আছে ডলবি অ্যাটমোস সাপোর্টেড কোয়াড স্পিকার। আবার সার্কেল টু সার্চ ও জেমিনি এআই এর মতো ফিচার থাকায় এটি ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা দেবে।
Redmi Pad 2 Pro 5G ট্যাবের সামনে দেখা যাবে ১২.১ ইঞ্চি ২.৫কে ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন সাপোর্ট ও ৬০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই ট্যাবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট। এই প্রসেসরের সঙ্গে এড্রেনো ৮১০ জিপিইউ যুক্ত আছে।
ফটোগ্রাফির জন্য এর পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। এতে ১০৮০পি ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১২০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
কোম্পানির দাবি, এই ব্যাটারি ৮৩ দিনের স্ট্যান্ডবাই, ১০৫ ঘণ্টা মিউজিক প্লেব্যাক বা ১৪ ঘণ্টা ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে। এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

