আপনি যদি বড় ডিসপ্লের টিভি কেনার কথা চিন্তা করে থাকেন, তাহলে স্যামসাংয়ের ওয়েবসাইটে আপনার জন্য সেরা একটি অফার আছে। এই অফারে ৫৫ ইঞ্চি Samsung TV আপনি ৭,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টে কিনতে পারবেন। এছাড়া এই টিভির সাথে আরেকটি টিভি বিনামূল্যে পেতে পারেন। আপনি এই টিভিটি ক্যাশব্যাক এবং আকর্ষণীয় EMI-এর সাথেও কিনতে পারবেন।
স্যামসাংয়ের এই ৫৫ ইঞ্চি প্রিমিয়াম টিভির দাম ১,৬৩,৯৯০ টাকা। তবে ব্যাঙ্ক অফারে এটি ৭,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে। আবার এটি কেনার জন্য যদি আপনি স্যামসাং অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে ১০ শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। টিভিটি দারুণ EMI স্কিমেও বাড়ি নিয়ে আসা যাবে। আবার এই টিভি সাথে ক্রেতারা ৬৮,৯০০ টাকা দামের QLED টিভি (QA43Q60DAULXL) বিনামূল্যে পাবেন।
স্যামসাংয়ের এই টিভিতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে NQ4 AI Gen2 প্রসেসর। এটি স্যামসাংয়ের Tizen অপারেটিং সিস্টেমে চলে। এতে আছে 4K AI আপস্কেলিংয়ের সাথে ১৪৪ হার্টজ মোশন এক্সিলারেটর। টিভিটি বিল্ট-ইন অ্যালেক্সা এবং ৩৬০ অডিও মোড সহ এসেছে। সাউন্ডের জন্য এই টিভিতে Q-Symphony এবং ডলবি অ্যাটমস সাপোর্ট করবে।
উপরের টিভিটি ছাড়াও আপনি Samsung QLED LS03D 4K দ্য ফ্রেম স্মার্ট টিভি (2024)-ও অফারে কিনতে পারবেন। এই টিভির দাম কোম্পানির ওয়েবসাইটে ৯৭,৯৯০ টাকা। তবে ব্যাঙ্ক অফারে এর সাথে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। আবার স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে ১০ শতাংশ ক্যাশব্যাক। এই টিভির সাথে ২৪,৯০০ টাকার FHD টিভি (UA32T4350BKXXL) বিনামূল্যে পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.