Samsung ভারতে তাদের অত্যাধুনিক প্রযুক্তির QLED ও Crystal Clear 4K UHD স্মার্ট টিভি সিরিজ লঞ্চ করল। QEF1 QLED ও UE সিরিজের অধীনে আসা Crystal UHD টিভিগুলো AI-পাওয়ার্ড স্মার্ট ফিচার, উন্নত দৃশ্যমান অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের প্রতিশ্রুতি নিয়ে এসেছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, টিভিগুলো ৭ বছর পর্যন্ত OS আপডেট পাবে। ফলে এগুলি দীর্ঘদিন পর্যন্ত আপ-টু-ডেট থাকবে।
স্যামসাংয়ের এই নতুন টিভিগুলো ১ মে ২০২৫ থেকে অ্যামাজন, ফ্লিপকার্ট এবং স্যামসাং ইন্ডিয়া-র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। QEF1 QLED TV-এর দাম শুরু হয়েছে ৩৯,৯৯০ টাকা থেকে। Crystal UHD সিরিজের UE81 মডেলের দাম ৩১,৪৯০ টাকা, UE84 মডেলের দাম ৩২,৯৯০ এবং UE86 মডেলের দাম ৩৪,৪৯০ ধার্য করা হয়েছে।
নতুন এই স্যামসাং টিভিগুলো ক্রেতারা ৩৫% পর্যন্ত ছাড়, ১২ মাসের নো-কস্ট EMI এবং ৩,০০০ পর্যন্ত ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট সহ কিনতে পারবেন।
এই সিরিজের টিভিগুলো ৪৩, ৫৫, ৬৫ এবং ৭৫ ইঞ্চি মডেলে পাওয়া যাবে। এতে রয়েছে 4K QLED প্যানেল, HDR10+ সাপোর্ট, 4K আপস্কেলিং, মোশন অ্যাক্সেলেরেটর ও ফিল্মমেকার মোড। এগুলিতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব Q4 AI প্রসেসর। সাউন্ডের জন্য পাওয়া যাবে ২০ ওয়াট স্পিকার, OTS Lite ও কিউ-সিমফোনি টেকনোলজিতে।
অপারেটিং সিস্টেমের কথা বললে, টিভিগুলো Tizen অপারেটিং সিস্টেমে চলে, যার সঙ্গে থাকছে Bixby ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং স্যামসাং টিভি প্লাস ফিচার। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে এইচডিএমআই (eARC), ইউএসবি, ওয়াই-ফাই ৫ ও ব্লুটুথ ৫.০। এতে ইনবিল্ট Samsung Knox সিকিউরিটিও পাওয়া যাবে।
স্যামসাং UE81, UE84 ও UE86 মডেলগুলো ৪৩ থেকে ৬৫ ইঞ্চির ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ক্রিস্টাল প্রসেসর 4K, HDR10+, মোশন অ্যাক্সেলেরেটর ও ফিল্মমেকার মোড থাকায় এগুলো প্রিমিয়াম ভিউয়িং এক্সপেরিয়েন্স দেবে। অডিও, গেমিং এবং কানেক্টিভিটির জন্য দুর্দান্ত ফিচার অফার করবে টিভিগুলো।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.