শুরু হল Samsung Fab Grab Fest সেল, ফোন, ল্যাপটপ ও ফ্রিজে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়

শুরু হল Samsung এর জনপ্রিয় সেল Fab Grab Fest 2025। এই বিশেষ সেল ১ মে থেকে শুরু হয়েছে এবং এই সেলে Samsung-এর স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন, হোম অ্যাপ্লায়েন্সসহ একাধিক প্রোডাক্টে আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। অফারটি স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট, Samsung Shop অ্যাপ ও এক্সক্লুসিভ স্টোরে পাওয়া যাবে।
Samsung Fab Grab Fest সেলের অফার
স্যামসাং ফ্যাব গ্র্যাব ফেস্ট সেলে কোম্পানির Galaxy S, Z এবং A সিরিজের নির্বাচিত মডেলের উপর ৪১ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। একইসাথে ট্যাবলেট, ওয়্যারেবলস এবং অ্যাক্সেসরিজে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। আবার Galaxy Book 4 এবং Book 5 ল্যাপটপে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়ের পাশাপাশি Galaxy Tab S10 FE কিনলে ফ্রি মিলছে ৪৫ ওয়াট চার্জার।
টিভি প্রেমীদের জন্যেও রয়েছে স্যামসাং ফ্যাব গ্র্যাব ফেস্ট সেলে ধামাকা অফার। Neo QLED 8K, OLED, QLED এবং The Frame-এর মতো প্রিমিয়াম মডেলের উপর ৪৮ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। বিশেষ করে The Frame টিভি কেনা যাবে ১১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফারে। আবার পুরানো টিভি এক্সচেঞ্জ করলে ৫০০০ টাকা পর্যন্ত বোনাস পাওয়া যাচ্ছে।
হোম অ্যাপ্লায়েন্স সেগমেন্টে ফ্রেঞ্চ ডোর ও সাইড-বাই-সাইড রেফ্রিজারেটরে ৪৩ শতাংশ পর্যন্ত ছাড় এবং ডিজিটাল ইনভার্টার মোটরে ২০ বছরের ওয়ারেন্টি দিচ্ছে Samsung। সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনের EMI শুরু হচ্ছে মাত্র ৮৯০ টাকা থেকে।
গরম থেকে স্বস্তি দেওয়ার জন্য WindFree AC-তে ৫৮ শতাংশ পর্যন্ত ছাড় এবং একাধিক ইউনিটে অতিরিক্ত ৫ শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে।
ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি ফেস্ট সেলে ICICI ও HDFC ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে ২২.৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক মিলবে, এক্ষেত্রে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।