গ্যাজেট

বিশাল ডিসপ্লে, AI ফিচার্স ও 10,090mAh ব্যাটারির সমন্বয়ে নতুন ট্যাব আনল স্যামসাং

Published on:

samsung galaxy tab s10 fe plus launched in india price specs features

Samsung Galaxy Tab S10 FE এবং Galaxy Tab S10 FE+ আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হয়েছে। কোম্পানির এই দুই নতুন ফ্যান এডিশন ট্যাবগুলি ডিসপ্লে, পারফরম্যান্স এবং AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ফিচার্সের ক্ষেত্রে অনেক উন্নতি এনেছে। উভয় মডেলে বড় ডিসপ্লে, মসৃণ ডিজাইন ও উন্নত বৈশিষ্ট্য রয়েছে। আবার দামের দিক থেকে ব্র্যান্ডের হাই-এন্ড ট্যাবলেটগুলির থেকে Samsung Galaxy Tab S10 FE সিরিজ অনেকটা সাশ্রয়ী।

Samsung Galaxy Tab S10 FE সিরিজের স্পেকস এবং ফিচার্স

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস১০ এফই+ মডেলে ১৩.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা একে এফই সিরিজের ইতিহাসে সবচেয়ে বড় স্ক্রিন হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে, গ্যালাক্সি ট্যাব ১০ এফই ১০.৯ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। উভয় মডেলেই ৯০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। ব্রাইটনেসও বৃদ্ধি করেছে স্যামসাং। স্ক্রিনের সর্বোচ্চ উজ্জ্বলতা ৮০০ নিট, যা বাইরেও ভালো দৃশ্যমানতা নিশ্চিত করে।

এক্সিনস ১৫৮০ প্রসেসর দ্বারা চালিত, গ্যালাক্সি এস১০ এফই সিরিজ দৈনন্দিন কাজের জন্য ভালো গতি এবং কর্মক্ষমতা প্রদান করবে। উভয় ট্যাবলেটেই ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অপশন রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। ট্যাবলেটগুলি তাদের পূর্বসূরীদের তুলনায় হালকা, অর্থাৎ বহন করা সহজ করে তুলবে।

স্যামসাং ক্যামেরা সেটআপ আপগ্রেড করেছে। দুটি ট্যাবলেটেই ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। গ্যালাক্সি ট্যাব এস১০ এফই+ ১০,০৯০ এমএএইচ ব্যাটারি পেয়েছে, যেখানে ট্যাব এস১০ এফই ৮,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। দুটি ট্যাবই ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সমর্থন করে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮ রেটিং আছে। ব্যবহারকারীদের ডেটা সুরক্ষার জন্য স্যামসাং নক্স সিকিউরিটি বর্তমান।

গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজ ব্যবহারকারীদের সুবিধা বৃদ্ধির জন্য একঝাঁক শক্তিশালী এআই বৈশিষ্ট্য যোগ করেছে স্যামসাং। সার্কেল টু সার্চ তাৎক্ষণিকভাবে তথ্য খুঁজে পেতে সাহায্য করে, অন্যদিকে স্যামসাং নোটস সলভ ম্যাথ এবং হ্যান্ডরাইটিং সহায়তা নিয়ে এসেছে। অবজেক্ট ইরেজার টুল ফটো এডিটিং সহজ করে, অন্যদিকে অটো ট্রিম হাইলাইট রিল তৈরি করে ভিডিওগুলিকে পরিমার্জিত করে তোলে।

ভারতে Samsung Galaxy Tab S10 FE সিরিজের দাম

Galaxy Tab S10 FE এর বেস ওয়াই-ফাই মডেলের দাম ৪২,৯৯৯ টাকা। আর 5G ভার্সনের দাম ৫০,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। অন্যদিকে, Tab S10 FE+ এর বেস ওয়াই-ফাই মডেলের মূল্য ৫৫,৯৯৯ টাকা, যেখানে 5G ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ৬৩,৯৯৯ টাকা থেকে। দুটি ট্যাবলেটই হালকা নীল, ধূসর এবং রূপালী রঙের বিকল্পে পাওয়া যাবে।