Samsung কয়েক মাসের মধ্যে বাজারে বেশ কয়েকটি ট্যাবলেট আনতে চলেছে, যেগুলির মধ্যে থাকবে – Galaxy Tab S10 Lite, Galaxy Tab S11 এবং Tab S11 Ultra। এই তিনটি ট্যাবের মধ্যে Tab S10 Lite হবে সবচেয়ে বাজেট-ফ্রেন্ডলি মডেল। যারা কম দামে ব্র্যান্ডেড কোম্পানির ট্যাবলেট খোঁজ করছেন, তাদের জন্য এটি আদর্শ মডেল হতে পারে। আর Tab S11 সিরিজে পাওয়া যাবে প্রিমিয়াম স্পেসিফিকেশন। আজ নয়া একটি রিপোর্ট থেকে, এদের স্টোরেজ ভ্যারিয়েন্ট ও কালার অপশন সম্পর্কে জানা গেছে।
টিপস্টার আর্সেন লুপিন দাবি করেছেন যে, আসন্ন Galaxy Tab S11 এবং S11 Ultra মডেল দুটি ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অথবা ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আর বেস মডেল অর্থাৎ Tab S11 অতিরিক্ত ১২ জিবি + ১২৮ জিবির ভ্যারিয়েন্টে আসবে। এটি ধূসর এবং রূপালি রঙের বিকল্পে পাওয়া যাবে।
আপকামিং Tab S11 Ultra মডেলে থাকবে ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট ও ১১৬০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ট্যাবে এস পেন ও কীবোর্ড সাপোর্ট করবে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। তবে এখনও এর অনেক স্পেসিফিকেশন জানা যায়নি।
টিপস্টার বলেছেন, Tab S10 Lite 5G মডেলটি কেবল ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। এটি ধূসর, কোরাল লাল এবং রূপালি রঙে পাওয়া যাবে। এই ট্যাবে থাকবে এক্সিনস ১৩৮০ প্রসেসর এবং ৮,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। ট্যাবলেটটি Wi-Fi এবং Wi-Fi + Cellular উভয় কানেক্টিভিটি অপশন সহ বাজারে আসবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.